TRENDING:

Kartik Aaryan Breakfast : প্লেটভর্তি জিলিপি! কার্তিক আরিয়ানের লোভনীয় প্রাতরাশ দেখে জিভে জল নেটিজেনদের

Last Updated:

অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) সম্প্রতি তাঁর প্রাতরাশের ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : স্বাস্থ্যের দিক দিয়ে দিনের প্রথম খাবার বা ব্রেকফাস্ট (Breakfast) খুবই গুরুত্বপূর্ণ ৷ রাতের উপবাস ভেঙে এই খাবারই আমাদের শরীরকে নতুন করে উদ্দীপ্ত করে তোলে ৷ তাই বলা হয়, ব্রেকফাস্ট যেন কখনওই বাদ না পড়ে ৷
advertisement

অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) সম্প্রতি তাঁর প্রাতরাশের ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ তারকা এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ফ্রেডি’ (Freddy) নিয়ে ৷ তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি মনের সুখে দক্ষিণ ভারতীয় জলখাবার উপভোগ করছেন ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘এতো শুধু স্টার্টার’’৷

advertisement

ছবিতে দেখা যাচ্ছে কার্তিক ধোসা, সম্বর ও চাটনি খাচ্ছেন ৷ একটা বাটিতে দেখা যাচ্ছে রয়েছে কিছুটা আলুর পুরও ৷ যেটা সাধারণত ধোসার ভিতরে দেওয়া হয় ৷ এ ছাড়াও সম্বরের সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের তরকারি ৷ সাজানো ছিল জিভে জল আনা কিছু জিলিপিও ৷ প্রসঙ্গত ইন্ডাস্ট্রিতে স্বাস্থ্যবান অভিনেতাদে মধ্যে কার্তিক একজন ৷ গত বছর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন স্বাস্থ্যকর ব্রেকফাস্টের ছবি ৷ সেখানে দেখা গিয়েছিল একটা বড় পাত্র ভর্তি তরমুজ খাচ্ছেন কার্তিক ৷

advertisement

তবে শুধুই স্বাস্থ্যকর খাবার নয় ৷ কার্তিক চুটিয়ে উপভোগ করেন সুস্বাদু খাবারও ৷ ‘পতি, পত্নী অউর ওহ’ ছবির শ্যুটিঙে তিনি ব্যস্ত ছিলেন লখনউয়ে ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল শহরের নামী দোকানে বসে কচুরি খেতে ৷ তাঁকে ঘিরে ছিলেন অনুরাগীরা ৷ অনেকেই মনে করিয়ে দিয়েছিলেন ডুবো তেলে কড়া করে ভাজা কচুরি আসলে ক্যালরির আধার ৷ কিন্তু সে সবে কান না দিয়ে মৃদু হেসে কার্তিক একের পর এক কচুরি উদরস্থ করে গিয়েছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে হু হু করে বাড়ছে 'এই' ব্যবসা!বাঁকুড়ার ব্যবসায়ীর দেখানো পথ দিতে পারে অঢেল লক্ষ্মীলাভ
আরও দেখুন

কার্তিকের প্রথম সিনেমা ‘প্যায়ার কা পঞ্চনামা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে ৷ তাঁর উল্লেখযোগ্য বাকি ছবি হল ‘আকাশবাণী’, ‘গেস্ট ইন লন্ডন’, ‘লুকা ছুপি’, ‘পতি পত্নী অউর ওহ’ এবং ‘লভ আজ কাল ২’৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kartik Aaryan Breakfast : প্লেটভর্তি জিলিপি! কার্তিক আরিয়ানের লোভনীয় প্রাতরাশ দেখে জিভে জল নেটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল