অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) সম্প্রতি তাঁর প্রাতরাশের ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ তারকা এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ফ্রেডি’ (Freddy) নিয়ে ৷ তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি মনের সুখে দক্ষিণ ভারতীয় জলখাবার উপভোগ করছেন ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘এতো শুধু স্টার্টার’’৷
advertisement
ছবিতে দেখা যাচ্ছে কার্তিক ধোসা, সম্বর ও চাটনি খাচ্ছেন ৷ একটা বাটিতে দেখা যাচ্ছে রয়েছে কিছুটা আলুর পুরও ৷ যেটা সাধারণত ধোসার ভিতরে দেওয়া হয় ৷ এ ছাড়াও সম্বরের সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের তরকারি ৷ সাজানো ছিল জিভে জল আনা কিছু জিলিপিও ৷ প্রসঙ্গত ইন্ডাস্ট্রিতে স্বাস্থ্যবান অভিনেতাদে মধ্যে কার্তিক একজন ৷ গত বছর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন স্বাস্থ্যকর ব্রেকফাস্টের ছবি ৷ সেখানে দেখা গিয়েছিল একটা বড় পাত্র ভর্তি তরমুজ খাচ্ছেন কার্তিক ৷
তবে শুধুই স্বাস্থ্যকর খাবার নয় ৷ কার্তিক চুটিয়ে উপভোগ করেন সুস্বাদু খাবারও ৷ ‘পতি, পত্নী অউর ওহ’ ছবির শ্যুটিঙে তিনি ব্যস্ত ছিলেন লখনউয়ে ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছিল শহরের নামী দোকানে বসে কচুরি খেতে ৷ তাঁকে ঘিরে ছিলেন অনুরাগীরা ৷ অনেকেই মনে করিয়ে দিয়েছিলেন ডুবো তেলে কড়া করে ভাজা কচুরি আসলে ক্যালরির আধার ৷ কিন্তু সে সবে কান না দিয়ে মৃদু হেসে কার্তিক একের পর এক কচুরি উদরস্থ করে গিয়েছেন ৷
কার্তিকের প্রথম সিনেমা ‘প্যায়ার কা পঞ্চনামা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে ৷ তাঁর উল্লেখযোগ্য বাকি ছবি হল ‘আকাশবাণী’, ‘গেস্ট ইন লন্ডন’, ‘লুকা ছুপি’, ‘পতি পত্নী অউর ওহ’ এবং ‘লভ আজ কাল ২’৷