TRENDING:

Chai: কমাতে চাইছেন অতিরিক্ত ওজন? বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার প্রিয় ‘এই’ পানীয়! জানুন ডায়েটেশিয়ানের মত

Last Updated:

অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় বেশিরভাগ সকলে৷ জিমে গিয়ে ওজন ঝরাতে ব্যস্ত সবাই৷ ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চা৷ এমনটাই মত ডায়েটেশিয়ানদের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সকালে এক কাপ চা না পেলে মনে হয় যেন দিনটা ঠিক শুরুই হল না৷ আসলে প্রত্যেকের রোজকার রুটিনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে এই পানীয়৷ কেউ কেউ কফির প্রতি আসক্ত হলেও চা প্রেমীদের সংখ্যাই বেশি৷ তবে জানেন কী, এই ‘চা’ই হয়ে উঠতে পারে আপনার শরীরের শত্রু৷
‘এইভাবে চা’ খেলেই হবে বড় ক্ষতি! জানুন কী বলছেন ডায়াটেশিয়ান
‘এইভাবে চা’ খেলেই হবে বড় ক্ষতি! জানুন কী বলছেন ডায়াটেশিয়ান
advertisement

অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় বেশিরভাগ সকলে৷ জিমে গিয়ে ওজন ঝরাতে ব্যস্ত সবাই৷ ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চা৷ এমনটাই মত ডায়েটেশিয়ানদের৷ সম্প্রতি ডায়াটেশিয়ান ম্যাক সিং শরীর চর্চায় চায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন৷

‘‘ওজন ঝরানোর সময় চা খাওয়া ভাল নাকি খারাপ? এই একটি প্রশ্নের মুখোমুখি আমাদের প্রায়শই হতে হয়৷ এক্ষেত্রে আপনাদের হতাশ করেই বলছি, উত্তরটা হল না৷ যদি সঠিক ভাবে না খাওয়া হয়, তবে ওজন ঝরানোর ক্ষেত্র বাধা হয়ে দাঁড়াতে পারে চা৷’’ ইনস্টাগ্রামে লিখেছেন ম্যাক সিং৷

advertisement

বিশেষ ভাবে এড়িয়ে চলুন দুধ চা৷ এমনটাই জানাচ্ছেন ম্যাক সিং৷ দুধ চা শরীরের ঠিক কীভাবে ক্ষতি করে তাও বুঝিয়েছেন ম্যাক সিং৷

ফ্যাটের শোষণ করার ক্ষমতা কমিয়ে ফেলতে পারে দুধ চা

প্রাকৃতিক ভাবেই চায়ের মধ্যে এমন সব পদার্থ থাকে যা অন্ত্রের ফ্যাট শোষণ কমিয়ে ফেলে সঙ্গে কোলেস্টেরলের পরিমাণও কমায়৷ তবে চায়ের সেই কাজে বাধা দেয় দুধ৷

advertisement

অতিরিক্ত চিনি

চায়ে চিনি না থাকলে চা ঠিক জমে না৷ তাই চা খেতে গিয়ে অবধারিত ভাবে অনেকটাই চিনি খেয়ে ফেলেন চা প্রেমীরা৷ চিনি যে ওজন ঝরানোর সবচেয়ে বড় শত্রু এ কথা আমাদের সকলেরই জানা৷ সারাদিন কাপের পর কাপ চা খেলে আমরা অজান্তে অনেকটাই চিনি ফেলি৷ যা নি:সারে বাড়িয়ে দিচ্ছে ক্যালোরি।

advertisement

চায়ের অস্বাস্থ্যকর সঙ্গীরা

বিস্কুট, কুকিজ বা নোনতা বিভিন্নরকম স্ন্যাকসের সঙ্গে চায়ের মজা আরও ভাল জমে৷ আবার অন্যদিকে এই সব খাবার আমাদের শরীরের যথেষ্ট ক্ষতিসাধন করে৷

চায়ের পুষ্টিগুণ কমে যায় দুধের মিশেলে

চায়ের মধ্যে বেশ কিছু পুষ্টিগুণ রয়েছে৷ তবে চায়ে দুধ মেশানো হলে কমে যায় এর অনেক উপকারীতা৷ তাই দুধ ছাড়াই খান চা৷

আরও পড়ুন: ভয়ঙ্কর…! সাংঘাতিক ‘বিপজ্জনক’ এই কুকুর কেন ‘Banned’ হতে চলেছে? শুনলে হাড়হিম হয়ে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চায়ের খাওয়ার আগে অবশ্যই মনে রাখুন এইসব গুরুত্বপূর্ণ কথাগুলি৷ তবে, প্রিয় পানীয়ের থেকে একেবারে মুখ ফিরিয়ে থাকবেন না৷ দুধ আর চিনি ছাড়াই খেতে চেষ্টা করুন৷ আবার আদা, দারচিনি বা এলাচের মতো মশলা মিশিয়েও খেতেই পারেন চা৷ এতে চায়ের পুষ্টিগুণ আরও খানিকটা বেড়ে যায়৷ ক্ষতিকারক প্রভাবগুলিকে দূরে রাখতে বিস্কুট বা অন্যান্য স্ন্যাকস এড়িয়ে চলুন৷ বিস্কুট বা নোনতার বদলে আমন্ড, আখরোট-সহ পুষ্টিকর খাওয়ার গুলিকে বেছে নিন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chai: কমাতে চাইছেন অতিরিক্ত ওজন? বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার প্রিয় ‘এই’ পানীয়! জানুন ডায়েটেশিয়ানের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল