পুরুষ এবং মহিলাদের উচ্চতা অনুযায়ী ওজন কিন্তু আলাদা হয়। এখানে সেই মাপদন্ড দেওয়া হল। দেখে নিন আপনাকে ঠিক কতটা ওজন ঝরাতে হবে। নাকি আপনি অহেতুক নিজেকে মোটা ভাবছেন! উচ্চতা অনুসারে হতে পারে এটাই আপনার সঠিক ওজন। মিলিয়ে নিন।
উচ্চতা | পুরুষের জন্য ওজন | মহিলাদের জন্য ওজন |
৪ফুট ৭ইঞ্চি | ৩৯-৪৯ | ৩৬-৪৬ |
৪ফুট ৮ইঞ্চি | ৪১-৫০ | ৩৮-৪৮ |
৪ফুট ৯ইঞ্চি | ৪২-৫২ | ৩৯-৫০ |
৪ফুট ১০ইঞ্চি | ৪৪-৫৪ | ৪১-৫২ |
৪ফুট ১১ইঞ্চি | ৪৫-৫৬ | ৪২-৫৩ |
৫ফুট | ৪৭-৫৮ | ৪৩-৫৫ |
৫ফুট ১ইঞ্চি | ৪৮-৬০ | ৪৫-৫৭ |
৫ফুট ২ইঞ্চি | ৫০-৬২ | ৪৬-৫৯ |
৫ফুট ৩ইঞ্চি | ৫১-৬৪ | ৪৮-৬১ |
৫ফুট ৪ইঞ্চি | ৫৩-৬৬ | ৪৯-৬৩ |
৫ফুট ৫ইঞ্চি | ৫৫-৬৮ | ৫১-৬৫ |
৫ফুট ৬ইঞ্চি | ৫৬-৭০ | ৫৩-৬৭ |
৫ফুট ৭ইঞ্চি | ৫৮-৭২ | ৫৪-৬৯ |
৫ফুট ৮ইঞ্চি | ৬০-৭৪ | ৫৬-৭১ |
৫ ফুট ৯ ইঞ্চি | ৬২-৭৬ | ৬৭-৭১ |
৫ফুট ১০ইঞ্চি | ৬৪-৭৯ | ৫৯-৭৫ |
৫ফুট ১১ইঞ্চি | ৬৫-৮১ | ৬১-৭৭ |
৬ ফুট | ৬৭-৮৩ | ৬৩-৮০ |
৬ফুট ১ইঞ্চি | ৬৯-৮৬ | ৬৫-৮২ |
৬ফুট ২ইঞ্চি | ৭১-৮৮ | ৬৭-৮৪ |
advertisement
উপরে দেওয়া চাটের সঙ্গে নিজের ওজন মিলিয়ে নিন। যদি ঠিক থাকে তাহলে সমস্যার কিছু নেই। কিন্তু বাড়তি ওজন থাকলে এখুনি শুরু করে দিন ওজন কমানো। শরীরে বাড়তি ওজন মানেই নানা রোগের বাসা। তাছাড়া চনমনে একটা শরীর বা ফিগার সকলেই চায়। তাই সময় নষ্ট আর নয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2022 3:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Height and Weight Chart: উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে তো? জানবেন কী ভাবে! দেখেনিন তালিকায়