TRENDING:

সাবেকি মায়ের ভোগের প্রধান পদ; কালীপুজোয় এবার বাড়িতেই বানান পাঁঠার মাংসের খিচুড়ি!

Last Updated:

Five Ways to Welcome Goddess Lakshmi Home This Year: কালীপুজোয় যেহেতু আমিষ খাওয়ায় কোনও বাধা নেই তাই খিচুড়িতে মাংস মেশালে তার স্বাদ হবে দ্বিগুণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজোর ভোগ মানেই খিচুড়ি, এ তো বলাই বাহুল্য। কালীপুজোয় যেহেতু আমিষ খাওয়ায় কোনও বাধা নেই তাই খিচুড়িতে মাংস মেশালে তার স্বাদ হবে দ্বিগুণ। রইল কালীপুজো স্পেশ্যাল মাংসের খিচুড়ির দুর্দান্ত রেসিপি।
Representational Image
Representational Image
advertisement

উপাদান

গোবিন্দভোগ চাল ১ কাপ

মুগ ডাল ৩/৪ কাপ

পাঁঠার মাংসের কিমা ২৫০ গ্রাম

মরিচ গুঁড়ো ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো ১/২ চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ

কড়াইশুঁটি ১/২ কাপ

আলু ৩টে মাঝারি সাইজের

advertisement

আরও পড়ুন-উৎসবের মরসুমে সুখবর, এবার স্টেশনে চালু হয়ে যাবে ফুড প্লাজা

পেঁয়াজ কুচিয়ে কাটা ২টো মাঝারি সাইজের

কাঁচা লঙ্কা ৪-৫টা, মাঝখান দিয়ে চেরা

নুন আন্দাজমতো

আদা বাটা দেড় টেবিল চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

জিরে গুঁড়ো ১/২ চা চামচ

advertisement

ধনে গুঁড়ো ১ টেবিল চামচ

চিনি ২ টেবিল চামচ

গরম মশলা পাউডার ১/২ চা চামচ

সর্ষের তেল

ঘি ৩ টেবিল চামচ

জল সাড়ে ৩ কাপ

ফোড়নের জন্য লাগবে-

দু'টো শুকনো লঙ্কা

তেজপাতা ৩টে

advertisement

গোটা এলাচ ৩-৪টে

গোটা জিরে ১/২ চা চামচ

দারচিনি ১ ইঞ্চির দু'টো স্টিক

লবঙ্গ ৪টে

প্রণালী

আলুর খোসা ছাড়িয়ে দুই ভাগে কেটে আলাদা করে রেখে দিতে হবে। একটি কুকারে মটন কিমা, কালো গোলমরিচ গুঁড়ো এবং আধা চা চামচ নুন দিতে হবে। কুকারে জল দিতে হবে। কুকারের ঢাকনা বন্ধ করে ৪টি শিস দেওয়ার পর আঁচ থেকে নামিয়ে একটু পরে ঢাকনা খুলে দিতে হবে।

advertisement

একটি গভীর ফ্রাইং প্যানে/কড়াইতে ৪ টেবিল চামচ তেল গরম করতে হবে। এবার ফোড়নের জন্য উল্লিখিত উপাদানগুলি যোগ করে কয়েক সেকেন্ডের জন্য ভাজতে হবে।

কাটা পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে হালকা বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। পরে রসুনের পেস্ট মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভাজতে হবে। আদার পেস্ট, আধা চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ৩টি কাঁচা লঙ্কা এবং নুন দিতে হবে। সব মিশিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যেতে শুরু করে।

এর সঙ্গে সেদ্ধ কিমা দিয়ে ভালো করে মেশাতে হবে। পাত্র ঢেকে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট বা মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত রান্না করতে হবে।

আরও পড়ুন-দীপাবলিতে বাজি পোড়ানোর প্ল্যান? চোখ সামলে, জেনে নিন বিস্তারিত

একটি প্যানে মুগ ডাল মাঝারি আঁচে হালকা সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। তার পর ধুয়ে আলাদা করে রাখতে হবে। একটি গভীর পাত্রে চাল, ডাল, জল, নুন, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, আলু, ২টি কাঁচা লঙ্কা এবং ১ চামচ তেল দিয়ে চাল ও ডাল একসঙ্গে মাঝারি আঁচে রান্না করতে হবে। চাল ও ডাল আধ সেদ্ধ হয়ে গেলে কিমা ও কড়াইশুঁটি দিতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই খিচুড়ি অল্প শুকনো হবে। এখন ১০-১২ মিনিট পর ঘি, চিনি ও গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও ২-৩ মিনিট রান্না করতে হবে। তার পর নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা!

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সাবেকি মায়ের ভোগের প্রধান পদ; কালীপুজোয় এবার বাড়িতেই বানান পাঁঠার মাংসের খিচুড়ি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল