TRENDING:

Celery Seeds: বদহজম, গ্যাস, অম্বল থেকে রেহাই চান? রান্নায় দিন রাঁধুনি ফোড়ন

Last Updated:

Celery Seeds: বাঙালি হেঁসেলের অন্যতম অঙ্গ এই রাঁধুনি ফোড়নের হিন্দি নাম অজমোদ। অন্যান্য ভারতীয় মশলার মতো রাঁধুনিরও গুণ প্রচুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মূলত পাঁচফোড়নের একটি মশলা হল রাঁধুনি৷ তবে কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় আলাদাভাবে। শুক্তো, গরমকালের পাতলা মুসুর ডালে আলাদা স্বাদগন্ধ যোগ করে রাঁধুনি। বাঙালি হেঁসেলের অন্যতম অঙ্গ এই রাঁধুনি ফোড়নের হিন্দি নাম অজমোদ। অন্যান্য ভারতীয় মশলার মতো রাঁধুনিরও গুণ প্রচুর। এই মশলার গাছের পাতা পরিচিত সেলেরি হিসেবে। স্যালাডে এই পাতার উপস্থিতি গুরুত্বপূর্ণ। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
অন্যান্য ভারতীয় মশলার মতো রাঁধুনিরও গুণ প্রচুর
অন্যান্য ভারতীয় মশলার মতো রাঁধুনিরও গুণ প্রচুর
advertisement

হজম বা পরিপাক ক্রিয়া রাঁধুনি ফোড়ন খুবই উপকারী। বদহজম, গ্যাস, অম্বল, পেটের মাংসপেশির ক্র্যাম্প দূর করে এই মশলা। আয়ুর্বেদ মতে শরীর থেকে কফের প্রভাব দূর করে রাঁধুনি। শ্বাসযন্ত্রের নানা সমস্যা দূর করে এই মশলা। ফুসফুসের কার্যকারিতা বজায় রাখে এই মশলা। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজের মতো উপাদান থাকায় রাঁধুনি হাড়ের স্বাস্থ্য বজায় রাখে। বয়সের সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যেতে দেয় না। হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে ম্যাগনেসিয়াম ও ফসফরাস।

advertisement

আরও পড়ুন : সত্যি! সর্ষের ঝাঁঝেই এ বার ঝরবে মেদ, জেনে নিন কী ভাবে!

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

অ্যান্টিভাইরাল উপাদান থাকায় শরীরে ইনফ্লেম্যাশন রোধ করে রাঁধুনি মশলা। আর্থ্রাইটিস, আলসার-সহ অন্যান্য সমস্যায় উপশমকারী এই ফোড়ন। শরীরে আয়রন গুরুত্বপূর্ণ। রাঁধুনি মশলা নিয়মিত ডায়েটে থাকলে আয়রনের যোগান বজায় থাকে। রক্তাল্পতায় ভুগলে নারী পুরুষ নির্বিশেষে রাঁধুনি ফোড়ন খান। উচ্চরক্তচাপ বা হাইপার টেনশন নিয়ন্ত্রণ করে রাঁধুনি। পেশির সুস্থতা বজায় রাখে বলে গাঁটের যন্ত্রণা কমাতেও এই মশলা কার্যকরী।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Celery Seeds: বদহজম, গ্যাস, অম্বল থেকে রেহাই চান? রান্নায় দিন রাঁধুনি ফোড়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল