হাসপাতালের বেডে শুয়েই বিস্ফোরক দাবি আক্রান্তর! আক্রান্ত রঞ্জিত কর্মকারের অভিযোগ, মূল অভিযুক্তকে বাঁচাতে তাঁকে টাকার টোপ দেওয়া হয়। বেদিয়াপাডায় পুড়িয়ে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত সুমন ওরফে বাগান! রঞ্জিত কর্মকারের অভিযোগ, বাগানের নাম বাদ দিতে তাঁকে চাপ দেওয়া হয়! টোপ দেওয়া হয় ৫ হাজার টাকার! কাউন্সিলর মৃন্ময়ের দলবলের বিরুদ্ধে হাসপাতালে ঢুকে চাপ দেওয়ার অভিযোগ আক্রান্ত রঞ্জিত কর্মকারের। অবশেষে পুলিশের জালে সেই সুমন বন্দ্যোপাধ্যায়। বেদিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার ২, অধরা ১।
advertisement
দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তারকনাথ কলোনির ঘটনা। অভিযুক্ত স্থানীয় সুমন এবং সুশান্ত। দু’জনই কাউন্সিলর মৃণ্ময় দাস ঘনিষ্ঠ বলে পরিচিত। এখানেই প্রশ্ন, কেন দগ্ধ রঞ্জিতকে বাঁচাতে কেউ এগিয়ে এলেন না। অভিযুক্তরা কাউন্সিলর ঘনিষ্ঠ বলেই কি ভয়। কাউন্সিলরের মুখে দুর্ঘটনার তত্ত্ব। সবাই মদ্যপ ছিল বলেই পেট্রোল ভরতে গিয়ে আগুন লেগে গিয়েছে বলে দাবি কাউন্সিলরের।
