অভিযোগ, দুর্নীতির কারণে যোগ্য প্রার্থীদের মধ্যে অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন৷ দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর৷ সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার৷ কিন্তু পরে তাঁর চাঁকরিও আদালতের নির্দেশে বাতিল হয়৷
তবে এখনও আদালতে মামলার নিষ্পত্তি হয়নি৷ ফলে কাটেনি নিয়োগ জটও৷ চাকরির দাবিতে কখনও প্রেস ক্লাবের সামনে, কখনও সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন এই চাকরিপ্রার্থীরা৷ বর্তমানে তাঁরা ধর্মতলার কাছে গান্ধিমূর্তির নীচে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন৷
advertisement
আরও পড়ুন: বিশ্বের জনপ্রিয়তম নেতা মোদিই, বাকিরা অনেক পিছনে! শীর্ষস্থান ধরে রাখলেন প্রধানমন্ত্রী
সেখানেই আজ আন্দোলনের ১০০০ তম দিন পূর্ণ হওয়ার৷ এখনও নিয়োগ না হওয়ার প্রতিবাদে এ দিন মাথা ন্যাড়া করে প্রতিবাদ করেন এক মহিলা এবং পুরুষ চাকরি প্রার্থী৷ মাথা ন্যাড়া করে রাসমণি পাত্র নামে এক চাকরিপ্রার্থী বলেন, ‘অনেক প্রতিশ্রুতি পেয়েছি৷ আর পারছি না৷ আমাদের হাজার দিনের এই কষ্ট যেন মাননীয়ার হৃদয় স্পর্শ করে৷ আমরা চাই উনি আমাদের কাছে আসুক৷’
কিন্তু মাথা ন্যাড়া করে প্রতিবাদ কেন? ওই চাকরি প্রার্থী বলেন, ‘অনেক যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি৷ সিদ্ধান্ত আগে থেকে কেউ নেয় না৷ এখানে সবার জীবনে অনেক সমস্যা রয়েছে৷’
এর আগেও আন্দোলনের বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে নানা কর্মসূচি নিয়েছেন চাকরিপ্রার্থীরা৷ কিন্তু কাজের কাজ হয়নি৷ এমন কি, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা৷ তার পরেও মেলেনি বহু কাঙ্খিত নিয়োগপত্র৷ কবে আদৌ তা মিলবে, তা আজও স্পষ্ট নয় চাকরিপ্রার্থীদের সামনে৷