সোমনাথ ঘোষ, চুঁচুড়া: এসআইআর আবহে গঙ্গার পারে লুটোপুটি খাচ্ছে ভোটার তালিকা। চুঁচুড়া রূপনগর মাঠে গঙ্গার পারে নির্জন জায়গায় গুচ্ছ ভোটার তালিকা পড়ে থাকতে দেখা যায় বুধবার বিকালে।
হুগলি জেলাশাসক দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই জায়গায় কে বা কারা ভোটার তালিকা ফেলে দিল, তা অবশ্য জানা যায়নি। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এর মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। যা নিয়ে রাজনৈতিক তরজা চলছে।
advertisement
শাসক তৃণমূলের দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোনও ভাবেই মানা হবে না। বিজেপির দাবি,এসআইআর-এ ভুয়ো মৃত অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে, তাতেই আশঙ্কিত হয়ে পড়েছে শাসক তৃণমূল। এসআইআর-এর ম্যাপিং শুরু হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে শেষ প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কাজ শুরু করেছে বিএলও-রাও।
বিজেপি নেতা স্বপন পাল বলেন, ভোটার তালিকা কোন সালের, তা দেখা প্রয়োজন। এসআইআর আবহে কেন ভোটার তালিকা ফেলে দেওয়া হল সেটা প্রশাসন দেখুক।