আর যাতে কেউ মুখ না খোলে সেই বার্তা দেওয়া হয়েছে শাসকদলের শীর্ষ নেতৃত্বের তরফে। সবাইকে মুখ বন্ধ করতে বলা হয়েছে, এমনকী প্রথম সারির একাধিক নেতাদেরও চুপ থাকতে বলা হয়েছে। যা বলার দলের বাছাই করা নেতারা বলবেন, এমনই নির্দেশ রয়েছে। পার্টি লাইন মেনেই তাঁদের কথা বলতে বলা হয়েছে।
আরও পড়ুন: রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন শুরু, কতদিন চলবে? কারা পাবেন? বিশদে জানুন
advertisement
* ইতিমধ্যেই পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। প্রশাসন তার কাজ করছেন।
* আরজি কর আর কসবা এক নয়। কসবার নির্যাতিতার পরিবার পুলিশি তদন্তে সন্তুষ্ট।
* রাজনৈতিক ভাবে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র দলের কেউ নয়।
আরও পড়ুন: উচ্চ শিক্ষায় সরকারি স্কলারশিপ, মাধ্যমিক-HS-এর পর কত নম্বরে কোন স্কলারশিপ পাওয়া যায়? বিশদে জানুন
এই সব বিষয় মাথায় রেখে আর যাতে কেউ মুখ খুলে বিতর্ক না বাড়ায় তার জন্য নির্দেশ গিয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে।
আবীর ঘোষাল