১৪৩ জন বুথ লেভেল অফিসার নিয়োগপত্র নেননি। মূলত এই ১৪৩ জন শিক্ষক শিক্ষিকা যারা বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন। সূত্রের খবর এই প্রসঙ্গে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।
আরও পড়ুন: মঙ্গলের জোড়া গোচরে ডবল ধামাকা! ৩ রাশির শুরু হবে গোল্ডেন টাইম, কেরিয়ারে সাফল্যের ঝড়, টাকার বৃষ্টি
advertisement
নিয়োগপত্র পাওয়ার পরেও যে সরকারি আধিকারিকরা বুথ লেভেল অফিসার হিসেবে কাজে যোগ দিচ্ছে না বা নিয়োগপত্র নিচ্ছেন না তাদের অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ। সময়কাল বেঁধে দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত। তার মধ্যে বুথ লেভেল অফিসারেরা নিয়োগপত্র না নিলে সাসপেন্ড করার নির্দেশ কমিশনের।
গতকাল জেলাশাসক, ERO দের বৈঠকে কড়া নির্দেশ দেয় নির্বাচন কমিশন। দুপুর ৩:৪৫ থেকে এসআইআর নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চলছে জেলাশাসক ও ERO–দের নিয়ে। সেই বৈঠকেই যারা বিএলও হিসাবে কাজে যোগ দিচ্ছে না তাদের সাসপেন্ড করার নির্দেশ।

