আরও পড়ুনঃ দিনভর ফ্ল্যাটে বন্ধ থাকত দুই বন্ধু! কী যে করত…৬০ দিনে কামিয়েছে ১৫ কোটি, একদিন হঠাৎ রেইড
তিনি আরও বলেন, ‘বিদেশে গেলে মেয়েরা চামড়ার ব্যাগ পছন্দ করে। বাংলায় এটি তৈরি হয়। আমরা এক নম্বর। সেটায় কোম্পানি কিছু স্ট্যাম্প দেয়। বাইরে এর দাম ৪০ হাজার। এখানে তিন হাজার। আমি জুনেজাকে বলব আরও বেশি করে প্রোডাক্ট এখানে রাখত। বাংলার একাধিক শাড়ি বিপণীর আজ উদ্বোধন হল। ৩০০ টাকা থেকে শুরু হওয়া শাড়ি পাবেন। অনেকে এগুলো ই-কার্টে অর্ডার দেয়। আমরা রাজ্যের বিভিন্ন জেলায় মল করছি। দুটো ফ্লোর আমরা নেব সেল্ফ হেল্প গ্রুপের জন্য। তারা মার্কেটিং করবে। বাচ্চাদের জন্য খেলনার দোকান করবে।’
advertisement
তিনি বলেন, ‘আমি জেলে যে সব মহিলারা থাকেন সেই সব আবাসিকদের দোকান দেখলাম, তাদের থেকে কিছু জিনিষ কিনলাম। চিঁড়ে, মুড়ি, বড়ি ও বাচ্চাদের জন্য বাঁশি কিনলাম। এর নাম দিয়েছি অভিন্ন। কারাগারে থেকে তারা নিজেদের কাজ করছে। যেদিন মুক্তি পাবে সেদিন নিজেদের কাজ করতে পারবে বাইরে।’
অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘এই শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় অনেক জিনিস থাকবে। ৪৫ স্টল করা হয়েছে। যারা স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস জানতে চান তাঁরা আলিপুর জেল মিউজিয়ামে আসবেন। এছাড়া একটা হনুমান মন্দির ছিল, সেটা ভালো করে গড়া হচ্ছে। আর বগলা মাতার মন্দির গড়া হচ্ছে। আলিপুরে পুলিশের শীর্ষ আধিকারিক ও এস এস কে এমের ডিরেক্টরের জন্য এই ক্যাম্প অফিস গড়া হল। জরুরি প্রয়োজনে তারা আমার বাড়িতে আসতে পারবে বা নবান্ন যেতে পারবে। সেই ভেবেই এই ক্যাম্প অফিস করলাম।’
