বিনয় কুমারকে নিয়ে ডেথ ওভার বোলিংয়ের আলাদা ক্লাস করালেন বোলিং কোচ হিথ স্ট্রিক। শনিবার হায়দরাবাদ ম্যাচের আগে অবশ্য চিন্তা বৃষ্টি। কভারে ঢাকা থাকায় ইডেনের পিচ স্যাঁতস্যাঁতে হওয়ার আশঙ্কা। সানরাইজার্সের রশিদ খানকে নিয়ে সতর্ক কার্তিকরা। মুম্বই ম্যাচে খেলে আজ, শুক্রবার শহরে আসছে সানরাইজার্স।
অনুশীলন ছাড়াই ইডেনে নামতে উইলিয়মসনদের ভরসা লক্ষ্মণ। গোটা মরশুম বাংলায় কাজ করা লক্ষ্মণের ইনপুট নিচ্ছেন কোচ টম মুডি। ভরসা দিচ্ছে প্রাক্তন নাইট ইউসুফ পাঠান, মনীশ পাণ্ডে, সাকিবদের অভিজ্ঞতা।
advertisement
Location :
First Published :
April 13, 2018 10:02 AM IST