বক্স অফিসে বহুদিন ধরে হিট নেই শাহরুখের ৷ একের পর এক ফ্লপ, মধ্যমানের ব্যবসা ৷ তবে পর্দায় নানা এক্সপেরিমেন্ট করে চেষ্টার কোনও ত্রুটি করেননি শাহরুখ ৷
তাই নতুন বছরে বক্স অফিসকে একেবারে নিজের দিকে ঘুরিয়ে নিতে, এবার শূন্যকেই হাতের মুঠোয় করে ফেললেন বলিউডের এই বাদশা ৷ এবার আর হিরো নয়, হলেন জিরো ! আর এই জিরো দিয়েই নতুন বছরের বক্স অফিসে ছক্কা মারতে আসছেন শাহরুখ ৷ ছবির পরিচালক আনন্দ এল রাই ৷ ২০১৮-এর প্রথম দিনেই মুক্তি পেল ছবির টিজার ৷ ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ২১ ডিসেম্বর ৷ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মাকে ৷ জব তক হ্যায় জান ছবির পর ফের একসঙ্গে পর্দায় আসবে এই ট্রায়ো ৷
advertisement
Location :
First Published :
April 11, 2018 6:19 PM IST