আইপিএল মানেই ক্রিকেটের পাশাপাশি বিনোদনের ইভেন্টও ৷ হৃত্বিক-জ্যাকলিনদের পারফরম্যান্সে যেমন উদ্বোধনী অনুষ্ঠান ছিল সুপারহিট ৷ তেমনি আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানেও বলিউড তারকাদের সমাগম হতে চলেছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন- কখনও ভাবিনি যে আইপিএলে খেলার সুযোগ পাব : লুঙ্গি এনগিডি
advertisement
সূত্রের খবর, আগামী ২৭ মে ওয়াংখেড়েতে ফাইনালের দিন মঞ্চ মাতাবেন সলমন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, করিনা কাপুর, সোনম কাপুররা। এখানেই শেষ নয়, থাকবেন আরও একজন বলিউড তারকাও।
এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রণবীর সিং-এর থাকার কথা থাকলেও শেষপর্যন্ত অসুস্থতার জন্য তিনি পারফর্ম করতে পারেননি ৷ এবারে সমাপ্তি অনুষ্ঠানেও তাঁর থাকার সম্ভাবনা কম ৷ তবে এক রণবীরের বদলে থাকার সম্ভাবনা আরেক রণবীরের ৷ অর্থাৎ রণবীর কাপুরকে ২৭ মে পারফর্ম করতে দেখলে অবাক হওয়ার কিছু নেই ৷
advertisement
Location :
First Published :
May 22, 2018 3:34 PM IST