TRENDING:

প্যান্ট না পরেই রাস্তায় জাহ্নবী! ট্রোলড শ্রীদেবী কন্যা

Last Updated:

শ্রীদেবী কন্যাকে নয়া অবতারে দেখে সরব সোশ্যাল মিডিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: স্টার কিড হওয়ার লাইমলাইট যেমন উপভোগ করেন জাহ্নবী কাপুর ঠিক তেমনিই পান থেকে চুন খসলেই ট্রোলড হওয়াটাও যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে ৷
advertisement

জুহুর রাস্তায় জাহ্নবী হাঁটছিলেন পরণে ছিল পিঙ্ক টি, সঙ্গে টাইট ব্ল্যাক বাম শর্ট ৷ পায়ে স্লিপার ৷ নিজের গাড়ির কাছে দাঁড়িয়ে ফোন দেখছিলেন শ্রীদেবী কন্যা ৷ তাঁর ছবি বন্দী হয়ে যায় অন্যের ক্যামেরায় ৷ ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসার পরই শুরু হয় ট্রোলিং ৷

নেটিজেনদের স্ক্যানারে জাহ্নবীর হাল হয় বেশ খারাপ ৷ ব্ল্যাক বাম শর্টটি নেটিজেনদের চোখে পরেনি ৷ আর তারা লিখতে শুরু করেন কেন শ্রীদেবী কন্যা প্যান্ট না পরেই রাস্তায়  বেরিয়েছেন ৷

advertisement

Photo Courtesy : ViralBhayani/ Instagram Handle

এরপরেই বিভিন্ন রকম মন্তব্য আসতে শুরু করে ৷ কেউ ইয়ার্কির ছলে ট্রোল করেন কেউ কারো কারো মন্তব্য নিঃ,সন্দেহ পরিশীলতার সীমাও অতিক্রম করেছে ৷ যেমন কেউ লিখেছেন, ‘‘বেচারি মেয়ে আজ প্যান্ট পরতে ভুলে গেছে কাল জামা পরতেও ভুলে যাবে ৷’’

advertisement

আরও পড়ুন - UAE -তে এশিয়া কাপের জন্য পৌঁছলো ভারতীয় দল, ধোনি যা করলেন দেখে নিন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কেউ আবার লিখেছেন , ‘‘শর্টটা একটু বেশিই ছোট তাই না ৷ ’’ কারো মন্তব্য যদি প্যান্ট নাই দেখাতে চান তাহলে অন্য কোনও পোশাক পরতে পারেন না যাতে অন্যদের এতটা অস্বস্তি না হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্যান্ট না পরেই রাস্তায় জাহ্নবী! ট্রোলড শ্রীদেবী কন্যা