জুহুর রাস্তায় জাহ্নবী হাঁটছিলেন পরণে ছিল পিঙ্ক টি, সঙ্গে টাইট ব্ল্যাক বাম শর্ট ৷ পায়ে স্লিপার ৷ নিজের গাড়ির কাছে দাঁড়িয়ে ফোন দেখছিলেন শ্রীদেবী কন্যা ৷ তাঁর ছবি বন্দী হয়ে যায় অন্যের ক্যামেরায় ৷ ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসার পরই শুরু হয় ট্রোলিং ৷
নেটিজেনদের স্ক্যানারে জাহ্নবীর হাল হয় বেশ খারাপ ৷ ব্ল্যাক বাম শর্টটি নেটিজেনদের চোখে পরেনি ৷ আর তারা লিখতে শুরু করেন কেন শ্রীদেবী কন্যা প্যান্ট না পরেই রাস্তায় বেরিয়েছেন ৷
advertisement
এরপরেই বিভিন্ন রকম মন্তব্য আসতে শুরু করে ৷ কেউ ইয়ার্কির ছলে ট্রোল করেন কেউ কারো কারো মন্তব্য নিঃ,সন্দেহ পরিশীলতার সীমাও অতিক্রম করেছে ৷ যেমন কেউ লিখেছেন, ‘‘বেচারি মেয়ে আজ প্যান্ট পরতে ভুলে গেছে কাল জামা পরতেও ভুলে যাবে ৷’’
আরও পড়ুন - UAE -তে এশিয়া কাপের জন্য পৌঁছলো ভারতীয় দল, ধোনি যা করলেন দেখে নিন ভিডিও
কেউ আবার লিখেছেন , ‘‘শর্টটা একটু বেশিই ছোট তাই না ৷ ’’ কারো মন্তব্য যদি প্যান্ট নাই দেখাতে চান তাহলে অন্য কোনও পোশাক পরতে পারেন না যাতে অন্যদের এতটা অস্বস্তি না হয় ৷