#বেঙ্গালুরু: দিল্লির কাছে সব বিভাগে হার। সেটা ভুলে এবার সামনে বিরাটের আরসিবি। বেঙ্গালুরুতে আজ আরসিবির বিরুদ্ধে ফিরতি ম্যাচে নামছে নাইটরা। কোটলায় টপ অর্ডার ব্যর্থ। বোলিংয়ে গুচ্ছ গুচ্ছ রান। নাইট বোলিংয়ের বিরুদ্ধে এবারের আইপিএলে উঠেছে সবচেয়ে বেশি রান। ৭টা ম্যাচ খেলে ৪টে হার। তিন ম্যাচ জিতে সংগ্রহে মাত্র ৬ পয়েন্ট কার্তিকদের ৷ পরিস্থিতি যা তাতে বাকি ম্যাচগুলোয় এখন জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই নাইটদের। অন্যদিকে শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ২০০-র বেশি রান তুলেও হার। বোলারদের দুষেছিলেন কোচ কোহলি। তাই বোলারদের ফর্মও চিন্তা বাড়াচ্ছে আরসিবি ম্যানেজমেন্টের।