পরিস্থিতি যা তাতে বাকি ম্যাচগুলোয় এখন জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই নাইটদের। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ২০০-র বেশি রান তুলেও হার। বোলারদের দুষেছিলেন কোচ কোহলি। তাই বোলারদের ফর্মও চিন্তা বাড়াচ্ছে আরসিবি ম্যানেজমেন্টের।
এই ম্যাচটা আবার পুরনো নাইটদের ‘রিইউনিয়ন’। ওকস, গ্র্যান্ডহোম, উমেশরা এবার আরসিবিতে। কোনও দলই স্টেডিয়ামের পথ মাড়ায়নি। দিল্লির বিরুদ্ধে ভয়াবহ হারের পর পরিবর্তন হতে পারে নাইটদের বোলিংয়ে। বাদ পড়তে পারেন মাভি। এরই মধ্যে সাংবাদিক বৈঠকে চাহালের মন্তব্য, লড়াইটা আসলে দু’দলের স্পিনিং শক্তির।
advertisement
Location :
First Published :
April 29, 2018 1:19 PM IST