TRENDING:

কোটলার হার ভুলে আজ বিরাটদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নাইটরা

Last Updated:

দিল্লির কাছে সব বিভাগে হার। সেটা ভুলে এবার সামনে বিরাটের আরসিবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: দিল্লির কাছে সব বিভাগে হার। সেটা ভুলে এবার সামনে বিরাটের আরসিবি। বেঙ্গালুরুতে আজ আরসিবির বিরুদ্ধে ফিরতি ম্যাচে নামছে নাইটরা। কোটলায় টপ অর্ডার ব্যর্থ। বোলিংয়ে গুচ্ছ গুচ্ছ রান। নাইট বোলিংয়ের বিরুদ্ধে এবারের আইপিএলে উঠেছে সবচেয়ে বেশি রান। ৭টা ম্যাচ খেলে ৪টে হার। তিন ম্যাচ জিতে সংগ্রহে মাত্র ৬ পয়েন্ট কার্তিকদের ৷
advertisement

পরিস্থিতি যা তাতে বাকি ম্যাচগুলোয় এখন জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই নাইটদের। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ২০০-র বেশি রান তুলেও হার। বোলারদের দুষেছিলেন কোচ কোহলি। তাই বোলারদের ফর্মও চিন্তা বাড়াচ্ছে আরসিবি ম্যানেজমেন্টের।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই ম্যাচটা আবার পুরনো নাইটদের ‘রিইউনিয়ন’। ওকস, গ্র্যান্ডহোম, উমেশরা এবার আরসিবিতে। কোনও দলই স্টেডিয়ামের পথ মাড়ায়নি। দিল্লির বিরুদ্ধে ভয়াবহ হারের পর পরিবর্তন হতে পারে নাইটদের বোলিংয়ে। বাদ পড়তে পারেন মাভি। এরই মধ্যে সাংবাদিক বৈঠকে চাহালের মন্তব্য, লড়াইটা আসলে দু’দলের স্পিনিং শক্তির।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কোটলার হার ভুলে আজ বিরাটদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নাইটরা