TRENDING:

শিবম মাভির ভবিষ্যৎ উজ্জ্বল: ব্রেট লি

Last Updated:

শিবম মাভির প্রতিভায় মুগ্ধ ব্রেট লি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইপিএলে প্রতিবছরই বেশ কিছু তরুণ প্রতিভার উদয় হয় ৷ জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া ৷ প্রত্যেকেই এই আইপিএলে খেলেই প্রথম নজর কাড়েন ৷ এবছরও প্রত্যেক দলে বেশ কিছু তরুণ মুখ দেখা যাচ্ছে ৷ যাদের মধ্যে অবশ্যই একজন হলেন কেকেআরের শিবম মাভি ৷ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর আইপিএলেও নজর কেড়েছেন কেকেআরের এই পেসার ৷ মাভির  প্রতিভায় মুগ্ধ প্রাক্তন অজি পেসার ব্রেট লি-ও ৷
advertisement

আরও পড়ুন-দিল্লিকে হারিয়ে ফের শীর্ষে উইলিয়মসনরা, প্লে অফ প্রায় নিশ্চিত সানরাইজার্সের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অদূর ভবিষ্যতে মাভিই হয়ে উঠবেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার ৷ এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন লি ৷ তিনি বলেছেন, ‘‘উন্নতি করার জন্য মাভির মধ্যে সব কিছুই আছে। ওর বোলিং অ্যাকশন খুব সুন্দর। ও একজন কমপ্লিট বোলার। তবে ওর আত্মবিশ্বাস বজায় রেখে খেলাটা খুব জরুরি। ক্রিকেট উপভোগ করতে হবে ওকে।  আর ও মাঠে কী করছে বা কী করা উচিৎ, সেটা মাভি খুব ভাল করেই জানে। ভারতীয় বোলিংয়ের ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার সব রকম উপাদানই ওর মধ্যে রয়েছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শিবম মাভির ভবিষ্যৎ উজ্জ্বল: ব্রেট লি