আরও পড়ুন-দিল্লিকে হারিয়ে ফের শীর্ষে উইলিয়মসনরা, প্লে অফ প্রায় নিশ্চিত সানরাইজার্সের
অদূর ভবিষ্যতে মাভিই হয়ে উঠবেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার ৷ এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন লি ৷ তিনি বলেছেন, ‘‘উন্নতি করার জন্য মাভির মধ্যে সব কিছুই আছে। ওর বোলিং অ্যাকশন খুব সুন্দর। ও একজন কমপ্লিট বোলার। তবে ওর আত্মবিশ্বাস বজায় রেখে খেলাটা খুব জরুরি। ক্রিকেট উপভোগ করতে হবে ওকে। আর ও মাঠে কী করছে বা কী করা উচিৎ, সেটা মাভি খুব ভাল করেই জানে। ভারতীয় বোলিংয়ের ভবিষ্যৎ তারকা হয়ে ওঠার সব রকম উপাদানই ওর মধ্যে রয়েছে।’’
advertisement
Location :
First Published :
May 06, 2018 10:33 AM IST