প্লে-অফ আর নাইটদের মাঝে দাঁড়িয়ে কে ? কার্তিকদের ধারণা জনৈক ইংরেজ। পদবী বাটলার। রাজস্থান নয়। বাটলারের বিধ্বংসী ব্যাটে বদলে যাওয়া রয়্যালসই কালিসদের মাথাব্যথা। চোটের জন্য মাভি নেই। তবে প্রসিদ্ধ কৃষ্ণা পঞ্জাবের বিরুদ্ধে ভরসা দিয়েছেন। আর ওপেনার বাটলারকে ঠেকাতে থাকছে বিশেষ প্ল্যান।
advertisement
মুম্বইকে হারিয়ে সোমবার শহরে ঢোকে রাজস্থান। টানা ম্যাচের ধকলের মাঝে ইডেনে অনুশীলন ছাড়াই নামবেন রাহানেরা। ডাগ-আউটে ওয়ার্ন ফ্যাক্টরও মাথায় রাখছেন কালিসরা। এদিন ঐচ্ছিক মহড়ায় আসেননি রাসেল। ১৬ পয়েন্টে প্লে-অফ কনফার্ম। ১৪ পেলে তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের সাপ-লুডোয়। মঙ্গল সন্ধের ইডেনে নাইট বনাম রয়্যালস তাই ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল।
advertisement⚠ Caution ⚠#Knights at work at Eden ahead of the pivotal #KKRvRR clash tonight
Location :
First Published :
May 15, 2018 2:17 PM IST