ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে একবছরের জন্য নির্বাসনের সিদ্ধান্ত নেওয়ার আগেই সানরাইজার্সের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান ওয়ার্নার ৷ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এবছর আইপিএলেও খেলা হচ্ছে না এই দুই ক্রিকেটারের ৷ নির্বাসনের ফলে ভারতের বিরুদ্ধে নিজের দেশে হতে চলা সিরিজেও খেলতে পারবেন না তিনি ৷ ব্যানক্রফট, ওয়ার্নার এবং অধিনায়ক স্মিথ তিনজনকেই প্রাথমিক তদন্তের পর দেশে ফিরতে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কোচ ড্যারেন লেম্যানকে রেহাই দেওয়া হয়েছে গোটা বিষয় তিনি জড়িত নন বলে জানিয়ে।
advertisement
Location :
First Published :
March 28, 2018 2:24 PM IST