TRENDING:

কাবেরী নিয়ে বিক্ষোভের জেরে চেন্নাই থেকে সরল আইপিএল

Last Updated:

কাবেরী নিয়ে বিক্ষোভের জেরে চেন্নাই থেকে সরল আইপিএল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আশঙ্কা আগেই ছিল ৷ কাবেরী জলবণ্টন চুক্তির রেশ আইপিএলে। শেষ পর্যন্ত কাবেরী ইস্যুতে চেন্নাই থেকে সরল আইপিএল-এর সমস্ত ম্যাচ ৷ বুধবার বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়ে দিল, চেন্নাইতে কোনও আইপিএল ম্যাচ হবে না।
advertisement

কাবেরী জল বণ্টন ইস্যু নিয়ে উত্তপ্ত তামিলভূমি ৷ তার রেশ পড়েছিল কাল কলকাতা-চেন্নাই ম্যাচে ৷ ম্যাচের আগে থেকেইআইপিএল ম্যাচ বাতিলের দাবি জানিয়েছিল চেন্নাইয়ে একাধিক রাজনৈতিক দল ও সংগঠন ৷ অশান্তি এড়াতে যথেষ্ট নিরাপত্তা থাকা সত্ত্বেও ওয়ার্মআপের সময় মাঠে ঢুকে চলে বিক্ষোভ ৷ ম্যাচ হওয়ার আগে থেকেই বিভিন্ন মহল থেকে ক্রিকেট ম্যাচ হওয়া নিয়ে উঠেছিল আপত্তি ৷ দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও ক্রিকেট ম্যাচ হওয়া নিয়ে আপত্তি জানিয়ে বলেছিলেন, যেখানে চাষীরা চাষের জল পাচ্ছেন না সেখানে বিপুল জল খরচ করে ক্রিকেট ম্যাচ করানো অমানবিক ও বিলাসিতা ৷ এমনতাবস্থায় চেন্নাইয়ে আইপিএল ম্যাচ হওয়ার তীব্র বিরোধীতা করেন কমল হাসানও ৷

advertisement

মঙ্গলবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় মোটামুটি দুর্গে পরিণত করা হয় চিদাম্বরম স্টেডিয়ামে ৷ তবুও কেকেআর-সিএসকে ম্যাচ থেকে দূরে রাখা যায়নি বিক্ষোভের আঁচ ৷ ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে লুকিয়ে থাকা বিক্ষোভকারীরা ক্রিকেটারদের উদ্দেশ্যে ছোঁড়ে জুতো ৷

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এমন ঘটনার পর থেকেই চেন্নাইয়ে আরও আইপিএল ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয় সংশয় ৷ শেষ পর্যন্ত আলাপ-আলোচনার পর চেন্নাই থেকে আইপিএলের বাকি ৬টি ম্যাচই সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই ৷ ম্যাচগুলির পরিবর্তিত ভেন্যু নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কাবেরী নিয়ে বিক্ষোভের জেরে চেন্নাই থেকে সরল আইপিএল