থাইল্যান্ড আয়োজিত ননথাবুরি চ্যাম্পিয়নশিপ জিতে আসা অঙ্কিতা শুরুটা ভালোই করেছিলেন ৷ তবে সোনা -রূপো হল না ৷ ব্রোঞ্জ নিয়েই মহিলাদের টেনিসের সিঙ্গলসে খুশি থাকতে হল তাঁকে ৷ খেলার ফল ৪-৬, ৬-৭ ৷ তিনি হেরে গেলেন চিনের সুহাই জাংয়ের বিরুদ্ধে ৷
এদিকে পুরুষদের ডাবলসে রূপো নিশ্চিত ভারতের ৷ কারণ ভারতের সেরা ডাবলস জুটি রোহন বোপান্না ও দ্বিবিজ শরণ ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছেন ৷ জাপানি জুটির বিরুদ্ধে ৪-৬, ৬-৩, ১০-৮ ম্যাচ জেতেন তাঁরা ৷ আর পেয়ে যান ফাইনালের টিকিট ৷
advertisement
Location :
First Published :
August 23, 2018 12:56 PM IST