আরও পড়ুন সেমসাইড গোলের রেকর্ড রাশিয়ায় ! অপ্রত্যাশিত এমন ভুলে বিপদে পড়ছে অনেক দলই
সেই আইসল্যান্ড টিম এবার নজরে রয়েছে ৷ মেসির পেনাল্টি বাঁচিয়ে গোলকিপার হ্যানিস হলডরসন এখন নায়ক ৷ তবে তিনি নায়ক নন, পরিচালক ! বাস্তবে তিনি সত্যিই ছবি পরিচালনার সঙ্গে যুক্ত ৷ বেশ কিছু ছবি
বানিয়েছেন তিনি ৷ পরিচালনা দিয়েই নিজের কর্মজীবন শুরু করেন হলডরসন ৷ এরপর তিনি যোগ দেন সকার দলে ৷ ২০১২র ইউরোভিশন গানের প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল হলডরসনের তৈরি ভিডিও ৷
advertisement
আরও পড়ুন গোল পেলেন সালাহ, তবুও বিশ্বকাপে বিদায়ের মুখে মিশর, নক আউটে রাশিয়া
দল সামলানোর দায়িত্বে রয়েছেন এক ম্যানেজার , যিনি আবার ডেন্টিস্ট ! তাঁর নাম হ্যাইমির হ্যালগ্রিসমন ৷ অর্থাৎ দন্ত চিকিৎসক হয়েও তিনি ফুটবল দলেই নিজেকে ব্যস্ত রাখেন ৷ আপাতত এই রঙিন টিম নিয়ে বিশ্বকাপ মাতাচ্ছে আইসল্যান্ড ৷