আরও পড়ুন: বাজপেয়ী না থাকলে প্রধানমন্ত্রীই হতে পারতেন না নরেন্দ্র মোদি ! কেন পড়ুন
জন্ম ১৯২৪ সালে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। বাবা কৃষ্ণবিহারী বাজপেয়ী ছিলেন স্কুলশিক্ষক এবং কবি। ১৫ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে যোগ দেন। ১৯৪৩ সালে আরএসএসের প্রচারক হন। ১৯৫৭ সালে প্রথমবারের জন্য সংসদে পা। উত্তরপ্রদেশের বলরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। তারপর বারবার। লোকসভায় ১০ বার, রাজ্যসভায় ২ বার । ২০০৯ সাল পর্যন্ত তিনি ছিলেন লখনউয়ের সাংসদ।
advertisement
আরও পড়ুন: অটলবিহারী বাজপেয়ী LIVE UPDATE: সঙ্কটজনক বাজপেয়ী, শীঘ্রই পরবর্তী বুলেটিন
১৯৭৭ সালে মোরারজি সরকারের বিদেশমন্ত্রী হন বাজপেয়ী। বিদেশমন্ত্রী হিসেবে তিনিই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রথম হিন্দিতে বক্তৃতা দিয়েছিলেন। ১৯৯৬ সালে তাঁর প্রধানমন্ত্রিত্ব টেঁকে মাত্র ১৩ দিন। এরপর ১৯৯৮ সালে আবার দিল্লির মসনদে। সেবার তেরো মাসের জন্য। ১৯৯৯ সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন অটলবিহারী বাজপেয়ী।
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী