ঘটনাটি ঘটেছে গতকাল। দক্ষিন ২৪ পরগনার নোদাখালী থানার ধঞ্চেবেড়িয়া গ্রামে। মৃতার নাম সঞ্চিতা পাত্র। বয়স ২০। সংশ্লীষ্ট থানার পাত্র পাড়া এলাকার বাসিন্দা ছিল সঞ্চিতা। বাবা দিনমজুরি করে কোনক্রমে সংসার চালাতেন। জমি সমস্যা থাকায় নিজের বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে মামা বাড়িতেই থাকত সঞ্চিতা।
গতকাল মামা বাড়ি থেকেই উদ্ধার হয় সঞ্চিতার ঝুলন্ত দেহ। মুচিশা লক্ষীবালা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার জেরে শোকাহত মৃতার পরিবার। কিন্তু কেন সঞ্চিতা আত্মহত্যার পথ বেছে নিল? এখনও অন্ধকারে তার মা-বাবা!
advertisement
আরও পড়ুন-গাছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, উদ্ধারে ব্যর্থ পুলিস-দমকল
Location :
First Published :
June 21, 2018 2:31 PM IST