সুন্দরী তামান্নার অভিনয়ে দর্শকদের পাশাপাশি মুগ্ধ এক সুপারস্টারের স্ত্রীও৷ ভাললাগার উপহার স্বরূপ তমান্নাকে একটি উপাহারও দেন তারকা-পত্নী৷ একটি বড় হীরের আংটি৷ তবে এই হীরে কোনও সাধারণ হীরে নয়৷ এটি হল বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরে৷
আরও পড়ুন: ডাম্বেল নয়, এ কাকে নিয়ে শরীরচর্চায় ব্যস্ত রুবেল! শ্বেতাও চুপ রইলেন না, কী বললেন
advertisement
২০১৯ সালে দক্ষিণী সিনেমা ‘সিয়া রা নরসিমা রেড্ডি’ ছবিতে অভিনয় করেছিলেন তামান্না৷ সুপারহিট এই ছবিতে তমান্নার পাশাপাশি দেখা গিয়েছে দক্ষিণী বহু বড় সুপারস্টারদের৷ চিরঞ্জিবি, নয়নতারা, বিজয় সেতুপতি থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মতো এক ঝাঁক তারকাদের উপস্থিতি ছিল এই বিখ্যাত ছবিতে৷
তবে এত তারকাদের ভিড়েও তামান্নার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সুপারস্টার রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনী৷ যিনি সম্পর্কে চিরঞ্জীবির বৌমা৷ ভালবেসে তমান্নাকে এই বিখ্যাত হীরের আংটি উপহার দেন উপাসনা৷ ২০১৯ সালে কোটি টাকা মূল্যের এই হীরের আংটি তমান্নাকে উপহার দেন রাম চরণের স্ত্রী৷