TRENDING:

Uttar Pradesh News: প্রেম জোয়ারে পালিয়ে বিয়ে, সুখ শেষ ৪ দিনেই! চরম পদক্ষেপ স্বামীর, শুনলে পা কেঁপে যাবে

Last Updated:

Uttar Pradesh News: প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হওয়ার পাঁচ দিনের মধ্যেই এই সম্পর্ক ভেঙে যায়। কারণ শুনলে মন খারাপ হয়ে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: উত্তরপ্রদেশের লখনউ শহরে একটি প্রেমের গল্পের বেদনাদায়ক পরিণতি ঘটল। প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হওয়ার পাঁচ দিনের মধ্যেই এই সম্পর্ক ভেঙে যায়। স্ত্রীর সামনেই জীবন দিলেন স্বামী। বিয়ের পর স্ত্রীর স্বজনরা তাঁকে মারধর ও নির্যাতন করে বলে অভিযোগ। এ কারণে প্রেমিকা আত্মহত্যা করেছেন।
প্রেম জোয়ারে পালিয়ে বিয়ে, সুখ শেষ ৪ দিনেই! (প্রতীকী ছবি)
প্রেম জোয়ারে পালিয়ে বিয়ে, সুখ শেষ ৪ দিনেই! (প্রতীকী ছবি)
advertisement

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির সারভাতপুর গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সি ধীরজের সঙ্গে ওই গ্রামের বাসিন্দা রোলি গিরির প্রেমের সম্পর্ক ছিল। দুজনেই গত ১৪ মার্চ লখনউতে এসে আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন। এর পরে, তাঁরা লখনউয়ের মাদিয়ানভের এলডেকো গ্রিনে ভাড়ায় থাকতে শুরু করেন।

আরও পড়ুন: ঘরে মৃতদেহের সারি, পড়ে ৪ লাশ! দুর্গাপুরে হাড়হিম কাণ্ড, আসল ঘটনা জানলে ভয়ে কাঁপবেন

advertisement

রোলি জানান, ১৮ মার্চ ধীরজ তাঁকে ঘরে তালা দিয়ে হলের মধ্যে আত্মহত্যা করেন। রোলি দাবি করেন, যে তিনি কোনও ভাবে দরজা ভেঙে ধীরজকে ঘর থেকে বের করে আনেন এবং সঙ্গে সঙ্গে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তাঁর আশঙ্কাজনক অবস্থা দেখে ধীরজকে বলরামপুর হাসপাতালে রেফার করা হয়। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দু'দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা যান ধীরজ।

advertisement

আরও পড়ুন: জাগ্রত কালী মন্দিরে এ কী দৃশ্য, সিসিটিভিতে ধরা পড়ল মারাত্মক কাণ্ড!

ধীরজের মৃত্যুর সঙ্গে সঙ্গে রোলি তাঁর শ্বশুর সুনীলকে ফোন করে বিষয়টি জানান। এরপর ধীরজ ও রোলির স্বজনরা হাসপাতালে পৌঁছন। ধীরজের স্বজনরা পুত্রবধূ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ করেছেন। প্রেম করে বিয়ে করায় তাঁর শ্যালককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ধীরজ। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যাকেই মৃত্যুর কারণ বলা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

অঞ্জলি সিং রাজপুত

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Uttar Pradesh News: প্রেম জোয়ারে পালিয়ে বিয়ে, সুখ শেষ ৪ দিনেই! চরম পদক্ষেপ স্বামীর, শুনলে পা কেঁপে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল