স্বামীর উপস্থিতিতেই নিখোঁজ হন সুইটি ৷ পার্টিতে হাজির অন্যদেরও এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঘটনাস্থলে তদন্তে হোমিসাইড, ফরেনসিক দল ৷ সুইটি অবসাদে ভুগতেন, দাবি স্বামীর ৷ গতরাতে স্থানীয় হোটেলে মদ্যপান স্বামী-স্ত্রী-র ৷ বাড়ি ফিরে আবাসনের ছাদে যান কুন্তল ৷ সেসময় আবাসনের ছাদে পার্টি চলছিল ৷ প্রতিবেশীদের কাছে মদ চান কুন্তল ৷ পরে নিজেই মদ এনে খান কুন্তল ৷ মদ্যপানের পর কুন্তল পাশের ছাদে চলে যান ৷ অনেক রাত হলেও বাড়িতে ফেরেননি সুইটি ৷ কেন সুইটির খোঁজ করলেন না কুন্তল ? সুইটির অনুপস্থিতি কেন কেউ খেয়াল করল না ? প্রশ্নগুলি খতিয়ে দেখছে পুলিশ ৷ আজ, বুধবার সকালে সুইটির দেহ পাওয়া যায় বহুতলের নিচে ৷
advertisement
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সুইটির। কিন্তু কী ভাবে তিনি পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। কোনও ভাবে বেসামাল হয়ে পড়ে গিয়েছেন, নাকি কেউ ধাক্কা মেরেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।অন্যদিকে, সুইটির স্বামী কুন্তলের বক্তব্যেও বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।