TRENDING:

নাবালিকা ধর্ষণে সাজা এবার ফাঁসি

Last Updated:

নাবালিকা ধর্ষণে সাজা এবার ফাঁসি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: ১২ বছরের কমবয়সী নাবালিকাকে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড ৷ এই আইনই চালু হতে চলেছে মধ্যপ্রদেশে ৷ আইন হিসাবে এখনও এই প্রস্তাব পাশ না হলেও সংশোধনীতে সম্মতি দিয়েছে মধ্যপ্রদেশ ক্যাবিনেট ৷ নাবালিকা শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা আটকাতেই এই কড়া ব্যবস্থা ৷
advertisement

নয়া সংশোধনী অনুসারে, ১২ বছর কিংবা তার থেকে কম বয়সী মেয়েকে ধর্ষণ করলে বা ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে অপরাধীকে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা শোনানো হবে ৷ গণধর্ষণের ক্ষেত্রেও এই একই দণ্ড দেওয়ার প্রস্তাব করা হয়েছে ৷ একইসঙ্গে ধর্ষকদের জরিমানার পরিমাণও বাড়িয়ে দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং জানান, রাজ্য মহিলাদের উপর বেড়ে চলা অত্যাচার, বিশেষ করে শিশুদের উপর যৌন নির্যাতন ও ধর্ষণের প্রবণতাকে লাগাম দিতেই কড়া শাস্তির পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সম্প্রতি ভোপালে ১০ বছরের এক কন্যাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ কোচিং ক্লাস থেকে পড়ে ফেরার সময়ে গণধর্ষণের শিকার হন এক UPSC পরীক্ষার্থী । মহিলা ও শিশুদের উপর একের পর এক যৌন নির্যাতনের ঘটনা সামনে আসতেই রাজ্যজুড়ে ওঠে প্রতিবাদের ঝড় ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
নাবালিকা ধর্ষণে সাজা এবার ফাঁসি