ঘটনাটি ঘটেছে করছা গ্রামে ৷ গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক যুবতীর ৷ বুধবার যুবককে নিজের বাড়িতে দেখা করার জন্য ডেকে পাঠান যুবতী ৷ প্রমিকার পরিবারের সদস্যরা এই বিষয়ে জানতে পেরে যান ৷ ক্ষুব্ধ প্রেমিকার পরিবারের পরিজনরা ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় ৷এরপর কুড়ল দিয়ে হামলা চালায় এবং পরে আগুন লাগিয়ে দেয় ঘরে ৷ প্রেমিক ও প্রেমিকা আগুনে ঝলসে গিয়েছিল বলে জানা গিয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা ও পুলিশে খবরে দেয় ৷ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় প্রেমিকের ৷ প্রেমিকার অবস্থা সঙ্কটজনক থাকায় তাকে কানপুরে রেফার করা হয় কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় যুবতীর ৷
advertisement
জানা গিয়েছে, ঘরের ভিতর আপত্তিজনক অবস্থায় দু’জনকে দেখে ফেলে প্রেমিক ও প্রেমিকার সদস্যরা ৷ দুই পরিবারের সদস্যরা কুড়াল নিয়ে হামলা করে ৷ এরপর ঘরের ভিতর তাদের আটকে আগুন লাগিয়ে দেয় ৷