TRENDING:

Kolkata Crime|| আপনার সাধের মোবাইল চুরি! লেনদেন চলে কলকাতার এই জনপ্রিয় মার্কেটেই! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Last Updated:

Kolkata Crime: শহর কলকাতায় চোরেরা মোবাইল ফোন চুরির পর খুব তাড়াতাড়ি বিক্রি করে নগদ টাকা পকেটে পুরতে চায়। তাই যেখানে বহিরাগতরা এসে কাঁচা টাকার লেনদেন করে, ঠিক সেখানেই এরা টার্গেট করে বিক্রি করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাস্তার ভিড়ে হঠাৎই দেখলেন, আপনার মোবাইল খুইয়েছেন, বা চলন্ত বাসে উঠে দেখলেন পকেটে সাধের মোবাইলটি নেই...এ ঘটনা শহর থেকে শহরতলিতে প্রায় রোজই ঘটে চলেছে। কিন্তু জানেন কি কলকাতায় পকেট থেকে মোবাইল চুরি গেলে সেটি কোথায় বিক্রি হয়?
advertisement

অনেকেই আঁতকে উঠছেন সেই চোরাই মোবাইলের বাজারের কথা শুনে।শিয়ালদহ স্টেশনের কাছেই ওই বাজার। ট্রেন, বাস কিংবা ভিড় থেকে পকেটের মোবাইল ফোনটি কারও হাতের কারসাজিতে গায়েব। আপনি হন্যে হয়ে নিশ্চয় খুঁজবেন! জানা গিয়েছে, সেই চুরির ফোন সোজা চলে যায় শিয়ালদহ স্টেশন সংলগ্ন কোলে মার্কেট বা বৈঠকখানা মার্কেটে।আপনার রক্ত জল করা টাকায় কেনা হাজার হাজার টাকা দামের স্মার্ট ফোন এখানে বিক্রি হয়ে যায় মাত্র ৫০০-১৫০০ টাকার মধ্যে।

advertisement

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় আবহাওয়ার ব্যাপক বদল! পার্কস্ট্রিটের বদলে ঘরেই কাটাতে হবে বড়দিনের সন্ধ্যা? জানুন পূর্বাভাস

শিয়ালদহ কোলে মার্কেটে সবজি, ফল পাইকারি বিক্রির জন্য প্রতিদিন বিভিন্ন জেলা-সহ বিহার, উত্তর প্রদেশ থেকে বিক্রেতারা আসেন। তারাই মূলত লোভে পড়ে সেই মোবাইল কিনে নেন কম দামে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ীর জানিয়েছেন, নেশাগ্রস্থরা মোবাইল পকেট থেকে চুরি করে মূলত নেশার টাকা জোগাড়ের জন্য। তাই নাম মাত্র টাকাতে বিক্রি করে চলে বহুমূল্য ফোন। এ ভাবে মোবাইল কিনে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে যেই সিম ভরতেন ক্রেতারা, তারপরেই থানা থেকে পুলিশের ফোন যেত। অনেকক্ষেত্রে পুলিশ ঘরের দরজার কড়া নাড়ত।অনেকে গ্রেফতারও হয়েছেন, পুলিশি হেনস্তার শিকার হয়েছেন। তবে ঠকে ঠকে ব্যবসায়ীরা আর চোরাই মোবাইল কিনতে রাজি হচ্ছেন না।

advertisement

এ প্রসঙ্গে মার্কেটের এক কর্তা জানান, 'এখন পকেটমার কিংবা চোরেদের মার্কেটে আসা অনেকটা কমেছে। পুলিশি নজরদারি এবং ধর পাকড়ের ফলে বেশ কিছুটা চোরাই মোবাইল কেনা বন্ধ হয়েছে। তবে ভিন রাজ্য থেকে আসা ব্যবসায়ীরা লুকিয়ে চোরাই মোবাইল কেনে। খুব সকাল এবং রাত্রি ন'টার পরে সাধারণত মোবাইল চোরেরা মার্কেটে ঢুকছে বলে জানা গিয়েছে।'

advertisement

বাজারে বেশিরভাগ চাষিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করার লোভে, এখনও কিনে ফেলেন চোরাই মোবাইল থেকে আরম্ভ করে সোনার চেন-সহ অন্যান্য জিনিসপত্র। ভালো-মন্দ মিশিয়ে চোরাই মাল বিক্রির ভরসাযোগ্য স্থান হয়ে উঠেছে এই বাজার।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

SHANKU SANTRA

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kolkata Crime|| আপনার সাধের মোবাইল চুরি! লেনদেন চলে কলকাতার এই জনপ্রিয় মার্কেটেই! চাঞ্চল্যকর তথ্য ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল