কোন প্রভাবশালীকে আড়াল করতে মোবাইল পুকুরে ফেলা হল? কোন উল্লেখযোগ্য ডকুমেন্টস রয়েছে মোবাইলে? CBI এর গোয়েন্দাদের হাতে পড়লে কী জানা যেত? মোবাইল পুকুরে ফেলে কোন তথ্য প্রমান নষ্ট করার চেষ্টা জীবন কৃষ্ণর? সিবিআইয়ের দাবি, মোবাইল পুকুরে ফেলে দিয়ে নিজের বিপদ বাড়াচ্ছেন বিধায়ক। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমান লোপাটের চেষ্টা অভিযোগ আনবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
advertisement
আরও দেখুন -
প্রথমে একটি মামলায় তাঁর নাম জড়ায়। এবার দুটি মামলাতে তাঁর নাম। প্রাইমারি - আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত এই জীবন, দাবি সিবিআইয়ের। তবে সিবিআই এবার তল্লাশি সময় আরও সতর্ক। এবার থেকে যে যে জায়গায় তল্লাশি করতে যাবে সিবিআই সেখানে ফ্ল্যাট, বাড়ি বা অফিসে যদি সিবিআই চাবি না থাকায় ঢুকতে না পারে তাহলে সেই ফ্ল্যাট, বাড়ি সিল করে দেওয়া হবে। যেরকম গতকাল হৈমন্তী - গোপালের ফ্ল্যাট, বিভাসের ফ্ল্যাট চাবি না মেলায় সিল করা হয়েছে।
আরও পড়ুন - Special Kulfi: ‘আরে লে লো বাবু’ অল্প টাকায় গরম ঠেকাতে দুরন্ত কুলফি, তবে কলকাতায় নয়...
সিবিআইয়ের দাবি, সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় যে সাত জনের বিশেষ টাস্ক ফোর্স গঠন হয়েছে তা মূলত তদন্তে গতি আনতেই। আর তাই একের পর এক অভিযান চলছে। তাই অভিযুক্তরা বুঝে ওঠার আগেই তল্লাশি করবে সিবিআই। এইজন্য যদি কেউ তথ্য প্রমান লোপাটের চেষ্টা করে তা মোকাবিলা করতে সিবিআই বিশেষ ভাবে সতর্ক। মোবাইল হক বা ফ্ল্যাট হোক তথ্য প্রমান যাতে কেউ নষ্ট না করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে সিবিআই।
ARPITA HAZRA
