TRENDING:

Kasba Fake Vaccination: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার গ্রেফতার দেবাঞ্জনের খুড়তুতো ভাই! পরিবারের সকলেই কি ঠগ?

Last Updated:

গোয়েন্দা সূত্রে খবর, দেবাঞ্জন (Debanjan Deb) যে আইএএস (IAS) নয় সে কথা কাঞ্চন প্রথমে অস্বীকার করলেও পরে জানায় যে, প্রথম থেকে সব জানতো সে |

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভ্যাকসিনকাণ্ডে (Fake vaccination) ধৃত  আরও দুই |  এবার গ্রেফতার দেবাঞ্জনের (Debanjan Deb) কাকার ছেলে কাঞ্চন দেব (Kanchan Deb)|  নাকতলার বাসিন্দা কাঞ্চন | কার্যত এই ঘটনায়  কাঞ্চন সেকেন্ড ইন কমান্ড| গোয়েন্দা  সূত্রে খবর,  দেবাঞ্জন যে আইএএস নয় সে কথা কাঞ্চন প্রথমে অস্বীকার  করলেও, বার বার ম্যারাথন  জিজ্ঞাসাবাদের মুখে গোয়েন্দাদের জেরায় সে ভেঙে পড়ে৷ স্বীকার করে যে, প্রথম থেকে সব জানতো সে |  কসবায় দেবাঞ্জনের অফিস  রুমের  পাশের  রুমে কন্ট্রোলিং  অফিসার  হিসাবে সে সব কিছু দেখতো |  প্রতারণা  প্রতিটি ক্ষেত্রে পরতে  পরতে সেও যুক্ত ছিল |  দেবাঞ্জন যে পরীক্ষায় পাস করেনি, IAS নয়,  সে  জানতো  বলে দাবি গোয়েন্দাদের |
advertisement

অপর  ধৃত শরৎ পাত্র (Debanjan Deb Assistant Sarat Patra)  | কৃষ্ণ দাস রোডের বাসিন্দা শরৎ |  দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে শরৎ ইনজেকশন  দিত |   তালতলাতে  এক চিকিৎসকের কাছে  সে কর্মী হিসাবে কাজ করত কয়েক বছর আগে |  তখনই ক্লাস এইট পাস শরৎ তালতলার ওই চিকিৎসকের থেকে ড্রেসিং  করা, ইনজেকশন  দেওয়ার কাজ শিখেছিল  |  সেই হাতুড়ি বিদ্যা  দিয়েই সে কাজ চালিয়েছিল৷ ভ্যাকসিনের ইনজেকশন  দিত  দেবাঞ্জনের ক্যাম্প গুলোতে | এমনকি সাংসদ  মিমি চক্রবর্তীকেও ইনজেকশন  সেই দিয়েছিল বলে জানা গিয়েছে  | ভ্যাকসিনকাণ্ডে এই নিয়ে মোট ছয় জনকে গ্রেফতার  করল কলকাতা  পুলিশের সিটের  আধিকারিকরা |

advertisement

আরও পড়ুন সোনায় মোড়া বউকে নিয়ে গর্বিত স্বামী! পণে পাওয়া টাকা-গয়না-গাড়ি নিয়ে যা হল...

দেবাঞ্জনকে জেরা করে জানা গিয়েছে ,  ভেজাল পেট্রোল বিক্রি হয় এমন   কিছু জায়গাতে  এর আগে দেবাঞ্জন  নিজেকে অফিসার  হিসাবে  পরিচয় দিয়ে  অভিযান চালিয়েছিল | এছাড়া ভুয়ো একটা ইলেকশনের ব্যবস্থা করে যাতে কর্মীদের বিশ্বাস যোগ্যতা বাড়ানো  যায় | তার কর্মীরা ভোট দেয় ওই নির্বাচনে |  সে নিজেকে জয়ী হিসাবে ঘোষণা করেছিল | সে জানায় যে ওয়েস্ট বেঙ্গাক এমপ্লয়শ ফেডারেশন  ইলেকশনে জয়ী দেবাঞ্জন  নিজেই  | এভাবেই কর্মীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা  অর্জনের  জন্য বিভিন্ন অসৎ  পথ অবলম্বন  করেছিল দেবাঞ্জন দেব |

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kasba Fake Vaccination: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার গ্রেফতার দেবাঞ্জনের খুড়তুতো ভাই! পরিবারের সকলেই কি ঠগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল