আরও পড়ুন - আইপিএল ফাইনাল মাঠে ‘উই আর ফ্যামিলি’ ছবি তুলে ধরল সিএসকে
এদিন শুধু ব্র্যাভোই নয় , গোটা দলই ছিল নাচগানের মুডে ৷ টিম বাসে উঠে অবশ্য সকলেই ব্যস্ত ছিলেন মুঠোফোনে ৷ তারপরেই হঠাৎ বদল বাসেই টিম মেম্বারের জন্মদিনের পালন ,আর তাতেই নাচ-গান আনন্দ করতে শুরু করলেন মুরলী বিজয়, হরভজন সিং, রবীন্দ্র জাডেজা, শ্যেন ওয়াটসন, ইমরান তাহিররা ৷
advertisement
আরও পড়ুন -‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখিয়ে ট্রফি জিতল চেন্নাই সুপার কিংস, ঘুরিয়ে নাক দেখালেন ধোনি
সকলেই গানের সুরে গলা মেলালেন ৷ অ্যাডঅন অবশ্যই ছিল ডিজে ব্র্যাভোর নাচ-গান ৷
Location :
First Published :
May 28, 2018 2:49 PM IST