মঙ্গলবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ৫০০ কোটি টাকা ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নির্দেশে ১০০ কোটি টাকা অর্থসাহায্য অনুমোদন করা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে কেরলর পরিস্থিতির উন্নতির সবরকম জরুরী সাহায্য ও ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে কেরলের বন্যাপরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী ।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে শুধুমাত্র প্রাথমিক ত্রাণকার্যের জন্যই ওই অর্থ দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সাহায্যে কেরলের পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ও ক্ষতির পরিমাণ বুঝেই আরও সাহায্য করবে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয়মন্ত্রী কে জে আলফন্সও জানিয়েছেন এই মুহূর্তের জন্য যথেষ্ট পরিমাণ সাহায্যই করেছে বিজেপি সরকার । কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে খুশি নয় কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন ও অর্থমন্ত্রী থমাস আইজ্যাক ।
advertisement
