যে প্রোপার্টির মালিক তাদের লোন শোধ করতে পারেনি তাদের সমস্ত জমি বা বাড়ি ব্যাঙ্ক নিয়ে নেয় ৷ এবং সময় সময় প্রোপার্টি নিলাম করে ব্যাঙ্ক তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷ পিএনবি ট্যুইট করে এই বিষয়ে তথ্য দিয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, ২৫ মে মেগা ই-অকশন করা হবে ৷ এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তির ই-নিলামি করা হবে ৷ এখান থেকে সস্তায় বাড়ি বা জমি কেনার সুযোগ রেয়েছে ৷
advertisement
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে মোট ১২২৩২টি আবাসিক প্রোপার্টি রয়েছে নিলামির জন্য ৷ এছাড়া রয়েছে ২৬৫৯ কর্মাশিয়াল প্রোপার্টি, ১৩০৮ কর্মাশিয়াল প্রোপার্টি, ৯৫ এগ্রিকালচার প্রোপার্টি ৷ এই সমস্ত প্রোপার্টির নিলামি ব্যাঙ্কের তরফে করা হবে ৷
প্রোপার্টি নিলামি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে https://ibapi.in/ ভিজিট করতে পারেন ৷ এখানে নিলামি সংক্রান্ত যেমন প্রোপার্টির জায়গা, মাপ সহ একাধিক তথ্য পাওয়া যাবে ৷