TRENDING:

সস্তায় বাড়ি কেনার দারুণ সুযোগ! ১২২৩২ বাড়ি ও জমি বিক্রি করছে PNB

Last Updated:

পিএনবি যে প্রোপার্টি নিলাম করছে তার মধ্যে আবাসিক, কর্মাশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার প্রোপার্টি সামিল রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সস্তায় বাড়ি কেনার দারুণ সুযোগ দিচ্ছে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National bank) ৷ শীঘ্রই একাধিক প্রোপার্টির নিলামি করতে চলেছে পিএনবি ৷ নিলামি আজ অর্থাৎ ২৫ মে বুধবার থেকে শুরু হতে চলেছে ৷ ডিফল্ট লিস্টে থাকা জমি বাড়ির নিলামি করবে ব্যাঙ্ক ৷ IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information) তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ পিএনবি যে প্রোপার্টি নিলাম করছে তার মধ্যে আবাসিক, কর্মাশিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ও এগ্রিকালচার প্রোপার্টি সামিল রয়েছে ৷
advertisement

যে প্রোপার্টির মালিক তাদের লোন শোধ করতে পারেনি তাদের সমস্ত জমি বা বাড়ি ব্যাঙ্ক নিয়ে নেয় ৷ এবং সময় সময় প্রোপার্টি নিলাম করে ব্যাঙ্ক তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷ পিএনবি ট্যুইট করে এই বিষয়ে তথ্য দিয়েছে ৷ ট্যুইটে জানানো হয়েছে, ২৫ মে মেগা ই-অকশন করা হবে ৷ এর মধ্যে আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তির ই-নিলামি করা হবে ৷ এখান থেকে সস্তায় বাড়ি বা জমি কেনার সুযোগ রেয়েছে ৷

advertisement

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে মোট ১২২৩২টি আবাসিক প্রোপার্টি রয়েছে নিলামির জন্য ৷ এছাড়া রয়েছে ২৬৫৯ কর্মাশিয়াল প্রোপার্টি, ১৩০৮ কর্মাশিয়াল প্রোপার্টি, ৯৫ এগ্রিকালচার প্রোপার্টি ৷ এই সমস্ত প্রোপার্টির নিলামি ব্যাঙ্কের তরফে করা হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রোপার্টি নিলামি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে https://ibapi.in/ ভিজিট করতে পারেন ৷ এখানে নিলামি সংক্রান্ত যেমন প্রোপার্টির জায়গা, মাপ সহ একাধিক তথ্য পাওয়া যাবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সস্তায় বাড়ি কেনার দারুণ সুযোগ! ১২২৩২ বাড়ি ও জমি বিক্রি করছে PNB
Open in App
হোম
খবর
ফটো
লোকাল