আরও পড়ুন: আত্মনির্ভর ভারতের প্রশংসা অর্থমন্ত্রীর, ৬০ লক্ষ নতুন নিয়োগের দাবি নির্মলা সীতরমনের
নির্মলা সীতারমণ তাঁর ভাষণে (Union Budget 2022) বলেছেন, "শিশুরা মূলত সরকারি স্কুলের পড়ুয়া শিশুদের প্রায় ২ বছর নষ্ট হয়েছে করোনার কারণে। সেই কারণেই ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেলের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এতদিন এই চ্যানেলের সংখ্যা ছিল ১২, সেটি বেড়ে হবে ২০০টি। এর পাশাপাশি, ডিজিটাল ইউনিভার্সিটির কথাও এ দিন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
advertisement
আরও পড়ুন: পাঁচ রাজ্যে ভোট, বাজেটে কমতে পারে আমজনতার খুব জরুরি এই জিনিসগুলির দাম...
সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে স্কুল খুলছে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য। বাকি ক্লাসের পড়ুয়াদের জন্য পাড়ায় পাড়ায় ক্লাস নেওয়ার কথা বলেন তিনি। উল্টোদিকে কর্ণাটক ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। কিন্তু বড় সমস্যা দেখা দিয়েছে শিশুদের জন্য। কারণ, তাঁদের অনেককেই স্কুল ছাড়তে হয়েছে আর্থিক কারণে। অনেকে আবার ভুলতে বসেছে বানান থেকে সহজ অঙ্ক বা ছোটবেলায় শেখা সহজ নানা পাঠ। সেই কারণেই শিক্ষার পরিবেশে তাদের থাকা একান্ত দরকার। সেই কথা মাথায় রেখেই কেন্দ্র এই চ্যানেলের সংখ্যা বাড়িয়ে করছে ২০০।