কীভাবে ফাঁদ তৈরি করে- সাইবার ফ্রডরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একাধিক উপায় ব্যবহার করে থাকে ৷ যেমন মোবাইল সিমের রিচার্জ প্যাক শেষ হওয়ার কিছুদিন আগে এসএমএস পাঠাতে শুরু করে দেয় ৷ এরপর আপনার কেওয়াইসি প্রক্রিয়া পুরো হয়নি বলে সিম বন্ধ করে দেওয়ার শেষ তারিখ দিয়ে ম্যাসেজ করে ৷ কেওয়াইসির জন্য যেদিন শেষ তারিখ বলে ম্যাসেজ করা হয় ঠিক সেই দিন কাস্টোমার কেয়ারের নাম করে ফোন করা হয় ৷ অনলাইন কেওয়াইসি ফিলআপ করার কথা বলা হয় ৷ আপনি অনলাইন কেওয়াইসি করাতে রাজি হতেই মাত্র দুটি স্টেপে আপনার সমস্ত টাকা তুলে নেওয়া হয়৷
advertisement
স্টেপ ১- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে KYC qs ইনস্টল করতে বলা হবে ৷ ইনস্টল করার পর একাধিক অপশন সামনে আসবে ৷ ফোনে আপনার সঙ্গে যিনি কথা বলবে তিনি এগুলো সব Allow করতে বলবেন ৷ Allow করতেই আপনার মোবাইলের স্ক্রিন প্রতারকদের কাছে শেয়ার হয়ে যাবে ৷ KYC qs একটি Team viewer quicksupport অ্যাপ যা ওয়ার্ক ফ্রম হোমে আইটি সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য ব্যবহার করা হয় ৷ এখানে একটি আইডি জেনারেট করা হয় ৷ এটা শেয়ার করতেই আপনার ল্যাপটপ, মোবাইলের স্ক্রিন অন্যের ল্যাপটপে শেয়ার হয়ে যাবে ৷ এর মাধ্যমে আপনি আপনার স্ক্রিনে যে অ্যাক্টিভিটি করবে সেটা অন্যের স্ক্রিনের দেখা যাবে ৷
স্টেপ ২- যিনি ফোন করেছিলেন তিনি বলবেন যে আপনার কেওাইসি-র ৬০ শতাংশ পূরণ হয়েছে বাকি ৪০ শতাংশের জন্য আপনাকে আপনার পুরনো সিম প্রভাইডারে Ewallet এ ১০ টাকার ট্রানজাকশন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে করতে হবে ৷ আপনি ১০ টাকার জন্য যে মুহূর্তে Credit বা Debit নম্বর, CVV নম্বর ও পিন নম্বর দেবেন, Team viewer quicksupport এর মাধ্যমে প্রতারকরা সমস্ত তথ্য জেনে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে সহজেই সব টাকা তুলে নেবে ৷
