এর আগে শেষবার ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুলাই ২০২০-তে ৪ টাকা বাড়ানো হয়েছিল ৷ এর আগে জুন মাসে দিল্লিতে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ১১.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল ৷ মে মাসে অবশ্য সিলিন্ডার প্রতি ১৬২.৫০ টাকা কমানো হয়েছিল ৷
দেশের সবচেয়ে বড় অয়েল মার্কেটিং সংস্থা IOC-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে ৷ দিল্লিতে এখন ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম ৫৯৪ টাকা রয়েছে ৷ মুম্বইতে ৫৯৪ টাকা, চেন্নাইয়ে ৬১০ টাকা ও কলকাতায় ৬২০ টাকা ৷
advertisement
ডিসেম্বর মাসে ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৷ চেন্নাইয়ে সবচেয়ে বেশি ৫৬ টাকা প্রতি সিলিন্ডারে দাম বাড়ানো হয়েছিল ৷ চেন্নাইয়ে একটি কর্মাশিয়াল সিলিন্ডারের জন্য ১৪১০ টাকা দিতে হবে ৷ এছাড়া দিল্লিতে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ৫৫ টাকা বেড়েছে ৷ দিল্লিতে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১২৯৬ টাকা ৷ কলকাতা ও মুম্বইয়েও (১৯কিলো) সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৫৫ টাকা ৷ এর জেরে কলকাতায় দাম বেড়ে হয়েছে
১৩৫১ টাকা ৷ মুম্বইয়ে দাম হয়েছে ১২৪৪ টাকা ৷
রান্নার গ্যাসের দাম চেক করার জন্য সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে যেতে হবে ৷ এখানে সংস্থার তরফে প্রতি মাসে নতুন দাম জারি করা হয়ে থাকে ৷ https://iocl.com/Products/IndaneGas.aspx লিঙ্কে ক্লিক করে নিজের শহরের গ্যাস সিলিন্ডারের দাম জানতে পারবেন ৷