TRENDING:

শুটিং শুরু হচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক-এর

Last Updated:

তৈরি হচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বেশ অনেকদিন ধরেই বলি পাড়ায় গুজগুজ-ফুসফুস শোনা যাচ্ছিল। অবশেষে খবর নিশ্চিৎ হল! তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। মোদির চরিত্রে দেখা মিলবে পরেশ রাওয়ালের।
advertisement

গত বছরই এই প্রজেক্টের কথা প্রকাশ্যে এসেছিল। কিন্তু, তারপর আর কথা এগোয়নি। অবশেষে, এতদিন বাদে প্রজেক্ট কনফার্মড হল। পরেশ রাওয়ালের ভাষায়, '' আশা করছি, ১৫ অগাস্টের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ শুরু হবে শুটিং।''

বিজেপি নেতা ও সাংসদ পরেশ রাওয়াল একটি সাক্ষাৎকারে বলেছিলেন, '' পর্দায় মোদির মতো একজন ব্যক্তিত্বকে বিশ্বাসযোগ্য করে তোলা খুব কঠিন। আমার কাছে এটা বিশাল একটা চ্যালেঞ্জ!'' শোনা যাচ্ছে, ছবিটা প্রযোজনা করবেন পরেশ নিজেই।

advertisement

১৯৯৪ সালে সর্দার বল্লভবাই প্যাটেলের জীবনী 'সর্দার'-এ বল্লভবাই প্যাটেলের চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন-পরিচালকের মাথায় হাত! 'সঞ্জু' থেকে তাঁর অংশ ছেঁটে ফেলতে বললেন খোদ মাধুরী দীক্ষিত

বাংলা খবর/ খবর/বিনোদন/
শুটিং শুরু হচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক-এর