TRENDING:

দুরন্ত শুরু বেলজিয়ামের, পানামাকে উড়িয়ে দিল হ্যাজার্ড-লুকাকুরা

Last Updated:

বিশ্বকাপের মাঠে দাপট দেখাল বেলজিয়াম ৷ ফুটবলে রেড ডেভিলস ম্যানচেস্টার ইউনাইটেডকেই বলা হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলজিয়াম (৩) ( মার্তেন্স, লুকাকু, লুকাকু) - পানামা (০) 
advertisement

#সোচি : বিশ্বকাপের মাঠে দাপট দেখাল বেলজিয়াম ৷ ফুটবলে রেড ডেভিলস ম্যানচেস্টার ইউনাইটেডকেই বলা হয় ৷ কিন্তু বেলজিয়ান দলের ডাকনামও ওই একই ৷ আর বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পানামাকে নিয়ে যেভাবে ছিনিমিনি করল তারা, তাতে তাদের নামের যৌক্তিকতাও বুঝিয়ে দিল ৷

এদিন শুরু থেকেই দারুণ আক্রমণ শানাচ্ছিল তারা ৷ রোমেলু লুকাকু হয়ে উঠছিলেন মারাত্মক ৷ তারওপর তাদের গোলদুর্গের নিচে কুর্তোয়ার সুরক্ষিত হাত ৷ পানামা-র প্রথমার্ধেই নাভিশ্বাস উঠছিল ৷ তবে গোলমুখ খুলতে পারেনি বেলজিয়াম ৷

advertisement

আরও পড়ুন - বিশ্বকাপ তাতাতে মাঠে নামছেন 'সেক্সি' ফার্নেন্দা

৪৭ মিনিটে ডেডলক সিচুয়েশন ভাঙেন মার্তেন্স ৷ বলজিয়াম এগিয়ে যায় ১-০ গোলে ৷ ৬৯ মিনিটে টিম এফোর্টে দুরন্ত গোল ৷ হ্যাজার্ড কাট করে ইনসাইডে ঢুকে বল বাড়িয়ে দেন ডি ব্রুয়েনকে ৷ তিনি পানামা-র ফুটবলারকে বিট করে বলটা কার্ল করিয়ে দেন লুকাকু-র  দিকে ৷ সেখান থেকে দৃপ্ত পায়ে বল গোলে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি তিনি ৷

advertisement

আরও পড়ুন - IN PICS:নেইমার এন্ড কোংয়ের সমর্থণে তৈরি স্ট্রিপ অফ করতে তৈরি সুপার হট গার্ল, পিছিয়ে নেই পেরুও

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ম্যাচের ৭৫ মিনিটে ফের জুটিতে লুটি হ্যাজার্ডের বাড়ানো বল জালে জড়িয়ে দেন লুকাকু ৷ প্রথম ম্যাচে সব হেভিওয়েট টিমই যেখানে ল্যাজে গোবরে দশা হয়েছে , সেখান থেকে বেলজিয়ামের পারফরম্যান্স অনেকটা বেলজিয়ান চকোলেটের মতোই মসৃণ হয়ে রইল ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
দুরন্ত শুরু বেলজিয়ামের, পানামাকে উড়িয়ে দিল হ্যাজার্ড-লুকাকুরা