ভাইফোঁটার রীতি নীতি নিয়ে জানালেন অভিজ্ঞ জ্যোতিষবিদ দেবলীনা মজুমদার। তিনি বলেন, ” ভাইফোঁটার দিন, বোন তার ভাইকে টিকা লাগিয়ে পুজো করে, তবে টিকা দেওয়ার সময় দিকটি খেয়াল রাখতে হবে। জ্যোতিষ মতে, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়াও, ভাইফোঁটার আগে অবধি বোনেদের উপবাস রাখা উচিত।”
advertisement
আরও পড়ুন – Weather Alert: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ব্যাপক দুর্যোগ, তোলপাড় করা কয়েকদিন বাংলার কপালে
এছাড়াও ভাইফোঁটার সময় আসন পেতে ভাইকে বসিয়ে দিন। মনে রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে থাকে। তারপর ভাইয়ের কপালে টিকা লাগান ও ভাইয়ের হাতে লাল সুতো বেঁধে দিন। এরপর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করুন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করুন।
আরও পড়ুন – Pakistan Cricket News: মুখ কালো করে ভারত থেকে ফিরল পাকিস্তান, দেশে ফিরতেই তারকার পদত্যাগ
অমঙ্গল এড়াতে বোনেরা এই ভুল এড়িয়ে চলুন। প্রথমত, এদিন বোনেরা, শুভ সময় মনে রাখবেন। রাহু কাল চলাকালীন, ভাইফোঁটা এড়ানো উচিত। দ্বিতীয়ত, এই শুভ দিন একে অপরের সঙ্গে সংঘাতে জড়াবেন না৷ তৃতীয়ত ভাইয়ের দেওয়া কোনও উপহারকে অসম্মান করবেন না। এবং সবশেষে ভাইফোঁটা দেওয়ার সময় কালো রঙের পোশাক পরবেন না।
Anirban Roy