ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৩, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
এই হিসেবে সংখ্যা ৩ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ বৃহস্পতি। আর একারণেই সংখ্যা ৪-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে, তাঁরা সংখ্যা ৩-এর পক্ষে খুব একটা উপযুক্ত নন। কেন?
আরও পড়ুন: হনুমানকে তুষ্ট করতে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন, সপ্তাহের কোন দিনে শুরু করবেন জানেন!
কারণ, সংখ্যা ৪ –এর অধিপতি রাহু, সেই জন্যেই-
- আপাত ভাবে ৩ সংখ্যাটি নিরপেক্ষ এবং ৪ সংখ্যার জন্য তেমন ক্ষতিকারক নয়। কিন্তু ৪ সংখ্যা বৃহস্পতির সঙ্গে তেমন বন্ধুত্বপূর্ণ নয়।
- ৪-এর কাছে জ্ঞানের উৎস হয়ে উঠতে পারে ৩। কিন্তু অনেক সময়ই ৩-এর নির্দেশ মেনে কাজ করতে চায় না ৪।
- এর ফলে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
- বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে এরা উপযুক্ত নয়। ৩ সংখ্যার জাতক জাতিকা অবিবাহিত হলে অবশ্যই তাঁদের ৪ সংখ্যা এড়িয়ে চলা উচিত।
- যদি তাঁরা কোনও ভাবে ব্যবসায়িক অংশীদার হয়ে থাকেন, তবে ভবিষ্যতের পরিকল্পনা এবং ব্যবসায়িক উন্নতির দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।
- ৩ এবং ৪ উভয়ই গম দান এবং তুলসীর চারা রোপনে ভাল ফল পেতে পারেন।
- যে কোনও সিদ্ধান্ত এঁরা খুব ধীরগতিতে নিয়ে থাকেন।
- ৪ এবং ৩-এর মধ্যে যদি বৈবাহিক সম্পর্ক হয়ে থাকে তা হলে তাঁদের উচিত, খোলা মনে কথা বলা। এতে বিভ্রান্তি এড়ানো যাবে। অভ্যন্তরীণ অনুভূতিগুলি ভাগ করে নেওয়া যাবে।
- রাহু এবং গুরু আচার যেমন রাহু এবং গুরু পুজো নিয়মিত ভাবে অন্তত বছরে একবার করা প্রয়োজন।
আরও পড়ুন: রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা তুলেছেন? শুভ নাকি অশুভ? পথে টাকা পেলে কী করবেন জানেন!
আবার, সংখ্যা ৫, যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে, তাঁরা সংখ্যা ৩-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন না, কারণ-
- ৩ এবং ৫ উভয় সংখ্যার মধ্যেই নমনীয়তার অভাব থাকে।
- নিয়তি যদি ৫ এবং ৩-কে যুক্ত করে দেয় তবে এঁদের একগুঁয়েমি এড়িয়ে চলা উচিত। ৩-এর উচিত নিজের কেরিয়ার গড়তে বৃহস্পতির দিকে নজর দেওয়া।
- অংশীদারিত্বের ক্ষেত্রে এই দু’জনের শুধুমাত্র সহযোগিতার দিকে নজর দেওয়া দরকার।
- এঁরা দূর থেকে বন্ধুত্ব উপভোগ করতে পারে। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ভাগ্য পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে থাকে।
- রাজনীতি এবং বিনোদন শিল্পে কাজ করার জন্য এঁরা সেরা।
- উভয় সংখ্যার জাতক জাতিকারই উচিত প্রবীণ নাগরিকদের সম্মান করা এবং সাহায্য করা।
- ভগবান গণেশের পুজো এবং গুরু মন্ত্র জপ করা উচিত বুধ ও গ্রহ বৃহস্পতির আশীর্বাদের জন্য।