সারা বছরই সমস্ত গ্রহ এবং নক্ষত্রেরা নিজেদের অবস্থান পরিবর্তন করেন। আর সেই অনুযায়ী নানা ফলাফলও প্রদান করে থাকেন। আমাদের রাশির উপর নির্ভর করেই বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র আমাদের উপর প্রভাব ফেলে। সেই মতোই আমাদের জীবন চালিত হয়। সেই সঙ্গে আমাদের জীবনে নানা ঘটনাও ঘটে চলে। তাই নতুন বছরে পা রাখার আগে আমাদের নতুন বছর সম্পর্কে জেনে নেওয়া ভাল।
advertisement
আরও পড়ুন: খাবার খেয়েই মিষ্টি খেতে ইচ্ছে করে? শরীরে হতে পারে এই মারণরোগের বাসা
এই বিষয়ে আমাদের সাহায্য করেছেন সুপরিচিত জ্যোতিষী বিদ্যান গণেশ হেগড়ে। কোন রাশির জাতক-জাতিকাদের নতুন বছরে কী ধরনের অবস্থার সম্মুখীন হতে হবে, সেই বিষয়েই মত প্রকাশ করেছেন তিনি। এই রাশিফলের উপর নির্ভর করেই আমাদের জীবনের নানা গতিবিধি পরিবর্তিত হবে। আজ আমরা দেখব যে, নতুন বছরে মেষ রাশি কেমন অবস্থানে থাকবেন।
আরও পড়ুন: ডিমের কুসুমে রক্তের দাগ খেয়াল করেছেন কখনও? এমন ডিম খেয়ে ফেললে কী হয় জানুন
এবার আগামী ১ মে, ২০২৪ তারিখ পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবেন বৃহস্পতি। তারপর বাকি ৭ মাস সূর্যদেব বৃষ রাশিতে স্থিতিশীল হবেন। শনি সারা বছর কুম্ভ রাশিতে অবস্থান করেন। রাহু থাকবেন মীন রাশিতে আর কেতু অবস্থান করবেন কন্যা রাশিতে। এভাবে সারা বছর গ্রহের গতিবিধি একই রকম থাকবে।
মেষ রাশি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
মেষ রাশিতে এই বছরে পাঁচ মাস বৃহস্পতি অবস্থান করবেন না। আবার এই রাশিতে মাত্র পাঁচ মাস বৃহস্পতি অবস্থান করলেও পরিবহণ, পুলিশ, সামরিক, যান্ত্রিক বিষয়ের সঙ্গে যুক্ত মানুষদের জন্য এই বছরটি শুভ হবে। তবে জমি ক্রয়, চাকরি পরিবর্তন, সম্পত্তি ও যানবাহন ক্রয় মে মাসের পর করাই শ্রেয়। এই রাশির জাতক-জাতিকাদের লাল এবং জাফরান রঙের বস্ত্র পরিধান করা উচিত। এছাড়াও বৃহস্পতির ঘাটতি কমাতে প্রতিকার হিসাবে অড়হড় ডাল দান করা উচিত।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F