বাডিতে পারিবারিক কলহ, আর্থিক সমস্যা সহ নানা সমস্যায় জর্জারিত অনেকেই। তবে অনেক সময় বস্তু দোষ থেকে অনেক ধরনের অশান্তির মুখে পড়তে হয় বলে মনে করে জ্যোতিষ শাস্ত্র। দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে জ্যোতিষী শ্রী অমল কৃষ্ণ শাস্ত্রী জানান, দাম্পত্য সুখের বাধা দূর করতে, জন্ম তালিকার গ্রহ যোগ অনুসারে অশুভ গ্রহকে শুভ করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। সাধারণত, বিবাহিত জীবনকে সুখে রাখার জন্য জন্ম তালিকার সপ্তম ঘর বিবেচনা করা উচিত।
advertisement
আরও পড়ুন- গুরুতর অসুস্থ হিনা খান, রোজা চলাকালীন হঠাৎ কী হল? কাতর আর্জি নায়িকার, বাড়ছে উদ্বেগ!
বিবাহের আগে ছক বা কুষ্টি বিচার করে পাত্র-পাত্রীর বিবাহ হলে দাম্পত্য কলহ এড়ানো সম্ভব। পাশাপাশি দাম্পত্যে কলহে মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক চরণ থাকলে মঙ্গল গ্রহের পূজা অর্চনা ও বিষ্ণু যজ্ঞের দরকার। পাশাপাশি স্বামী-স্ত্রীর মধ্যে সুখী দাম্পত্য জীবনের কিছু টিপস। সপ্তাহে একদিন মিষ্টি এনে স্বামীর উচিত স্ত্রীকে খাওয়ানো।
একে অপরের প্রতি হবেন মনোযোগী। পরস্পর বিশ্বাস করা উচিত। একে অপরের প্রতি বিশ্বাস সম্পর্ককে আরও জোরালো করে। একটি সম্পর্ক শক্তিশালী রাখার জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ উপাদান। একে অপরকে ক্ষমা করে দিন। আমরা সবাই মাঝে মধ্যে ভুল করি, এতে একে অপরকে আহত করার মতো বিষয়ও হয়। সম্পর্কের বাঁধন মজবুত থাকলে ক্ষমা করার সুযোগ থাকে আর এতে বাঁধন আরও শক্তিশালী হয়।
জুলফিকার মোল্যা