ফুল ঢাকা শ্রীদেবীর মরদেহের পাশে পাশে দেখা গিয়েছে তাঁকে ৷ বাবা আর বোনদের সান্ত্বনা দিয়েছেন বুক দিয়ে ৷ প্রচণ্ড শোকের মধ্যে আগলে রেখেছেন বহুদিন আগে ছেড়ে যাওয়া পরিবারকে ৷ কিন্তু কেন ?
একটা সময় মা মোনা কাপুর আর বোন অংশুলা কাপুরের সঙ্গে আলাদা হয়ে গিয়েছিলেন অর্জুন ৷ বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে দিনের পর দিন তিক্ত হয়েছে সম্পর্ক ৷ এখন অবশ্য বদলেছে পরিস্থিতি, বদলেছে জীবনের প্রেক্ষাপট ৷ এখন আর না আছেন মোনা, না আছেন শ্রীদেবী ৷ ফলে সম্প্রতি আবার জোড়া লেগেছে সেই হারিয়ে যাওয়া সম্পর্ক ৷ হঠাৎ কেন এই ভোল বদল ? জানালেন খোদ নায়কই ৷
advertisement
আরও পড়ুন: বেআইনি বিটকয়েন কেনাবেচায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডি-র
গতকালই একটি ট্যুইট করেছেন অর্জুন ৷ সেখানে লিখেছেন, ‘‘অংশুলা আর আমার মধ্যে জীবনের প্রত্যেকটা সেকেণ্ডে আমাদের মায়ের প্রতিফলন দেখা যায় ৷ তিনি চাইতেন জীবনের যে কোনও কঠিন সময়ে আমরা আমাদের বাবা-বোনদের পাশে এসে দাঁড়াই ৷ আমরা সেটাই করেছি ৷’’
আরও পড়ুন: লিভ-ইন বান্ধবীকে চুলের মুঠি ধরে মার, পুলিশের জালে অভিনেতা আরমান কোহলি