TRENDING:

শ্রীদেবী মারা যেতেই বাবা-বোনদের পাশে অর্জুন, কারণটা কী?

Last Updated:

বিগত অনেকগুলো বছর সম্পর্ক ছিল নিদারুণ তিক্ত ৷ এমন কী হল যাতে ফ্যামিলি পিকচার হয়ে গেল এক্কেবারে ‘পারফেক্ট’ ? দীর্ঘ মনোমানিল্য ছেড়ে শ্রীদেবীর মৃত্যুর পরেই বাবা বনি কাপুর আর দুই বোন জাহ্নবী-খুশির পাশে এসে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগত অনেকগুলো বছর সম্পর্ক ছিল নিদারুণ তিক্ত ৷ এমন কী হল যাতে ফ্যামিলি পিকচার হয়ে গেল এক্কেবারে ‘পারফেক্ট’ ? দীর্ঘ মনোমানিল্য ছেড়ে শ্রীদেবীর মৃত্যুর পরেই বাবা বনি কাপুর আর দুই বোন জাহ্নবী-খুশির পাশে এসে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর ৷
advertisement

ফুল ঢাকা শ্রীদেবীর মরদেহের পাশে পাশে দেখা গিয়েছে তাঁকে ৷ বাবা আর বোনদের সান্ত্বনা দিয়েছেন বুক দিয়ে ৷ প্রচণ্ড শোকের মধ্যে আগলে রেখেছেন বহুদিন আগে ছেড়ে যাওয়া পরিবারকে ৷ কিন্তু কেন ?

একটা সময় মা মোনা কাপুর আর বোন অংশুলা কাপুরের সঙ্গে আলাদা হয়ে গিয়েছিলেন অর্জুন ৷ বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে দিনের পর দিন তিক্ত হয়েছে সম্পর্ক ৷ এখন অবশ্য বদলেছে পরিস্থিতি, বদলেছে জীবনের প্রেক্ষাপট ৷ এখন আর না আছেন মোনা, না আছেন শ্রীদেবী ৷ ফলে সম্প্রতি আবার জোড়া লেগেছে সেই হারিয়ে যাওয়া সম্পর্ক ৷ হঠাৎ কেন এই ভোল বদল ? জানালেন খোদ নায়কই ৷

advertisement

আরও পড়ুন: বেআইনি বিটকয়েন কেনাবেচায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডি-র

গতকালই একটি ট্যুইট করেছেন অর্জুন ৷ সেখানে লিখেছেন, ‘‘অংশুলা আর আমার মধ্যে জীবনের প্রত্যেকটা সেকেণ্ডে আমাদের মায়ের প্রতিফলন দেখা যায় ৷ তিনি চাইতেন জীবনের যে কোনও কঠিন সময়ে আমরা আমাদের বাবা-বোনদের পাশে এসে দাঁড়াই ৷ আমরা সেটাই করেছি ৷’’

advertisement

আরও পড়ুন: লিভ-ইন বান্ধবীকে চুলের মুঠি ধরে মার, পুলিশের জালে অভিনেতা আরমান কোহলি

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রীদেবী মারা যেতেই বাবা-বোনদের পাশে অর্জুন, কারণটা কী?