TRENDING:

বিশ্বকাপে কালো দিন আর্জেন্টিনার ! ক্রোয়েশিয়ার কাছে হার মেসিদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর্জেন্টিনা (০) -ক্রোয়েশিয়া (৩) (রেবিচ, মদরিচ, রাকিতিচ)
advertisement

#নিজনি নভগরোদ :  আর্জেন্টিনার গৌরবকে মাটিতেই মিশিয়ে দিলেন মেসি -ক্যাবেলেরোরা ৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেই কোনও ক্রমে মূল পর্বের টিকিট যোগাড় করেছিলেন অ্যালবিসেলেস্তারা ৷ আর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে যেভাবে নাকানিচোবানি খেয়ে হারতে হল তাদের তা বোধের বাইরে ৷ অন্যদিকে পরপর দুটি ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে নিল ক্রোয়েশিয়া ৷

advertisement

Photo Courtesy - AP

হতশ্রী মেসি অ্যান্ড কোং আইসল্যান্ডের বিরুদ্ধে ‘ভীতু’ ফুটবলের যে ট্রেলরটা দেখিয়েছিল ৷ বৃহস্পতিবার ভারতীয় সময় গভীর রাতে তাই যেন ‘হরর মুভি’ হয়ে দেখা দিল ৷  ফুটবলের যে কটা পজিশন হয় তা সে গোলরক্ষক হোন বা ডিফেন্ডার, মিডফিল্ডার হোন বা স্ট্রাইকার সকলেই নিজেরাও কেমন গুটিয়ে সন্ত্বস্ত্র ছিলেন ৷ আইসল্যান্ডের বিরুদ্ধে ড্রয়ের পর আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি দলে তিনটি পরিবর্তন এনেছিলেন ৷ আকুনা, পেরেজ,মার্সেডোকে নামিয়েছিলেন ৷

advertisement

কিন্তু যারা নিজেরা শুধুমাত্র মেসি-র বল বাড়ানোর আশায় বসে রয়েছে তাদের আক্রমণে না ছিল কোনও বৈচিত্র না ছিল দক্ষতা ৷ অন্যদিকে রক্ষণ সেও তো তথৈবচ ৷ আইসল্যান্ডের বিরুদ্ধেই যাকে ভেঙে যাওয়া দেখিয়েছিল সেই ধারা বজায় রাখলো আইসল্যান্ড ম্যাচেও ৷  অন্যদিকে ক্রোয়েশিয়া নিজেদের জাত দেখিয়ে দিল মনোবল ভাঙা মেসি নির্ভর এই দলের বিরুদ্ধে ৷

advertisement

এদিন প্রথমার্ধ থেকেই তারা দারুণ ফুটবল খেলছিল ৷  কিন্তু গোলমুখটা খুলতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের জন্য ৷ ৫৩ মিনিটে আর্জন্টাইন গোলরক্ষক ক্যাবালেরোর জঘন্য গোলকিপিংয়ের খেসারত দিতে হয় তাদের ৷ ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন রেবিচ ৷

এক গোল পিছিয়ে পড়ে দারুণ ভাবে ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে অ্যাগুয়েরো ও স্যালভিওকে তুলে নিয়ে হিগুয়েন ও প্যাভনকে নামান ৷ একটু বাদে নামানো হয় ড্যাবালাকেও ৷ কিন্তু গোলমুখ খোলার জন্য জর্জ সাম্পাওলির কোনও ছেলেরাই বিশেষ কিছু করে দেখাতে পারেনি ৷

advertisement

অন্যদিকে ৮০ মিনিটে মদরিচ দলের হয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেন ৷ খেলার সংযুক্তি সময়ে মরার ওপর খাঁড়ার ঘা দিয়ে যান রাকিতিচ ৷ কোভাচিচের বল লক্ষ্যে পৌঁছে দেন তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

এদিকে এদিন কুৎসিত হারের পর এক পয়েন্ট আর্জেন্টিনার ঝোলায় ৷ শুক্রবার নাইজেরিয়া বনাম আইসল্যান্ড ম্যাচে আইসল্যান্ড জিতলে মেসিদের ব্যাকপ্যাক গুটিয়ে বুয়েনস আয়ার্সে ফিরে যাওয়ার বিমান ধরতে হবে ৷ আর যদি নাইজেরিয়া আইসল্যান্ডকে হারিয়ে দিতে পারে তাহলে শেষ ম্যাচে একটা শেষ লাইফ লাইন পাবে মেসি-র নীল-সাদা ব্রিগেড ৷

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে কালো দিন আর্জেন্টিনার ! ক্রোয়েশিয়ার কাছে হার মেসিদের