এদিনই আবার ছিল অনুষ্কা শর্মার ৩০তম জন্মদিন ৷ বিয়ের পর স্বামীর সঙ্গে এটাই ছিল অনুষ্কার প্রথম বার্থ ডে সেলিব্রেশন ৷ মুম্বইয়ের বিরুদ্ধে জিতেই অনুষ্কার বার্থ ডে সেলিব্রেট করলেন আরসিবি অধিনায়ক বিরাট ৷ দিনটা শুরু হয়েছিল স্ত্রীকে জন্মদিনের কেক খাইয়ে। দিনটা শেষ হল স্ত্রীকে জয় উপহার দিয়ে।
আরও পড়ুন-বিরাটদের কাছে হেরে প্লে অফে ওঠার রাস্তা আরও কঠিন হল মুম্বইয়ের
advertisement
টিম হোটেলে ফিরে নিজেদের সেলফিও পোস্ট করে অনুষ্কা লেখেন, ‘‘ সেরা বার্থ ডে সেলিব্রেশন পৃথিবীর সেরা মানুষটার সঙ্গে ৷ লাভ ইউ ৷ জন্মদিনকে এত স্পেশ্যাল করে তোলার জন্য ৷ ’’
Location :
First Published :
May 02, 2018 11:22 AM IST