এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে, অর্ণব একাধিকবার মহিলার বাড়িতেও চড়াও হয়েছেন। জানা গিয়েছে, ২০১৫-এ আলাপ হয় দু’জনের। দু’জনের সন্তানই এক স্কুলে পড়ত। সেই সূত্রেই আলাপ! কিন্তু, আলাপের কিছুদিন পর থেকেই মহিলাকে উত্যক্ত করতে শুরু করেন অর্ণব। মেসেজে কুপ্রস্তাব, যখনতখন বাড়িতে হানা! বহু চেষ্টা করেও আটকাতে পারেনি মহিলা! মাত্রা ছাড়িয়ে যাওয়ায়, শেষপর্যনন্ত বাধ্য হয়ে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশরর কাছে নিজেকে চিত্র পরিচালক বলে দাবি করেন অর্ণব!
advertisement
Location :
First Published :
June 23, 2018 11:07 AM IST