রাশিয়ার ঘরোয়া লিগের তৃতীয় ডিভিসনের খেলায় চমক তৈরি করতে গিয়ে রীতিমতো সমালোচনার মুখে ফুটবল আয়োজকরা৷ ঘটনাটি ঘটে মাশুক কেএমভি বনাম আনগুস্ত ম্যাচে৷ যেখানে একটি বিশালাকৃতি ভালুক হাজির হয়েছিল মাঠে৷ তার নাম টিম৷ মাঠে হেঁটে ঢুকে সে বল ছুঁড়ে দেয়৷
এতেই বেজায় চটেছে পশুপ্রেমী সংস্থা থেকে শুরু করে নেটিজেন সকলেই৷ পশুদের অধিকার রক্ষা সংস্থার পেটা-র পক্ষ থেকে ডিরেক্টর এলিসা অ্যালেন গোটা বিষয়টিকে অমানবিক ও দুঃসহ বলেছেন৷
advertisement
শুধুই তিনিই নয়৷ সোশ্যাল মিডিয়াতেও একাধিক বিক্ষোভ আছড়ে পড়েছে এই ঘটনাটি ঘিরে৷ সকলেই যেমন বিষয়টিতে বিস্মিত, ক্ষুব্ধ তেমনি ভীতও৷ এতবড় একটি বন্য প্রাণীকে মাঠে হাজির করা রীতিমতো বিপদসংকুল বলে জানিয়েছেন তাঁরাও৷
জুন থেকে রাশিয়ায় শুরু বিশ্বকাপ৷ তার আগে এইধরণর বিতর্ক কাম্য ছিল না মত ফুটবলপ্রেমী মহলের৷
advertisement
advertisement
Location :
First Published :
April 17, 2018 4:11 PM IST